ETV Bharat / state

Krishna Kalyani: কৃষ্ণ কল্যাণী কোনও দুর্নীতি করে না, সংবাদমাধ্য়মের সামনে সরব রায়গঞ্জের বিধায়ক

author img

By

Published : May 4, 2023, 5:22 PM IST

Updated : May 4, 2023, 5:58 PM IST

ETV Bharat
কৃষ্ণ কল্যাণী

আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে নিজের কর্পোরেট অফিসে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ কী বললেন তিনি ?

কৃষ্ণ কল্যাণীর বক্তব্য

রায়গঞ্জ, 4 মে: "কৃষ্ণ কল্যাণী কোনও দুর্নীতি করে না । মানুষের জন্য কাজ করে । আগামিকাল তা প্রমাণ হয়ে যাবে ।" এনএস রোডের বাড়ি থেকে তাঁর কর্পোরেট অফিস বিল্ডিং এনফিল্ড শো-রুমে আয়কর দফতরের আধিকারিকদের নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সামনে এই কথাই বললেন রায়গঞ্জের বিধায়ক । তিনি আরও বলেন," তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সমস্তরকম সহযোগিতা করছি ৷ আমার পরিবারও সহযোগিতা করছে ৷ পাশাপাশি আয়কর আধিকারিকরাও আমার সঙ্গে সহযোগিতা করছেন । কোনওরকম দুর্ব্যবহার করেননি ওনারা ৷ কোনও অসুবিধা হচ্ছে না ৷ আপনারাও সহযোগিতা করুন ৷"

উল্লেখ্য, বুধবার সাত সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি এবং আয়কর দফতর যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে । বিধায়কের বাড়ি ছাড়াও তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াবাজার, রয়্যাল এনফিল্ডের শোরুম-সহ একাধিক প্রতিষ্ঠানে তল্লাশি চালায় । তবে বিধায়কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তল্লাশির কাজ শেষ হলেও তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ হয়নি । রাতভর চলে এই তল্লাশি । রায়গঞ্জে এই খবর ছড়িয়ে পড়তেই বিধায়কের অনুগামীরা সেখানে ভিড় জমান ।

তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা সেখানে পৌঁছন । বুধবার রাত পর্যন্ত তাঁর বাড়ির সামনে অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । রাতে মুষলধারায় বৃষ্টি নামে । তারপরই বিধায়ককে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে রয়্যাল এনফিল্ড শোরুমে তল্লাশির জন্য নিয়ে যাওয়া হয় । প্রায় 30 ঘণ্টা ধরে চলে তল্লাশি । বিধায়কের অনুগামীরা শিলিগুড়ি মোড়ে অবস্থিত তাঁর অন্য একটি অফিসের সামনে চলে যান তখন । ভোররাতে সেখানেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে আনা হয় । বারতি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয় তাঁর অফিসের সামনে । অফিসের ঢোকার মূল গেটের সামনে সিআরপিএফ জওয়ানরা দখল করে রেখেছিলেন । কাউকে ভিতরে ঢুকতে ও বেরোতে দেওয়া হয়নি সেইসময় ৷

আরও পড়ুন : প্রায় সাড়ে 13 ঘণ্টা পার, বিধায়কের বাড়িতে ইডি-আয়কর বিভাগের তল্লাশি অব্যাহত

Last Updated :May 4, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.