ETV Bharat / state

সোনার কারিগরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ রায়গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের

author img

By

Published : May 23, 2020, 3:03 PM IST

লকডাউনে রায়গঞ্জের সোনার কারিগরদের পাশে দাঁড়াল স্বর্ণ ব্যবসায়ী সংগঠন । আজ একটি অনুষ্ঠান করে রায়গঞ্জের 110 জন কারিগরের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল তারা । অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে তুলে দেওয়া হয় চাল, তেল, সয়াবিন, ডাল, আলু, লবণ ও সাবান ।

Food distribution in Raiganj
রায়গঞ্জে খাদ্যসামগ্রী বিলি

রায়গঞ্জ, 23 মে : লকডাউনে সমস্যায় রয়েছেন সোনার কারিগররাও । তাই রায়গঞ্জের সোনার কারিগরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে স্বর্ণ ব্যবসায়ী সমিতি । তাঁদের হাতে তুলে দিল খাদ্যসামগ্রী ।

লকডাউনের চতুর্থ দফা শুরু হয়েছে । তাই কিছু জায়গায় এখনও বন্ধ দোকানপাট । শুরু হয়নি কাজ । তাই সমস্যায় রয়েছেন রায়গঞ্জের সোনার কারিগররা । এই পরিস্থিতিতে আজ একটি অনুষ্ঠান করে রায়গঞ্জের 110 জন কারিগরের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল স্বর্ণ ব্যবসায়ী সংগঠন । অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে তুলে দেওয়া হয় চাল, তেল, সয়াবিন, ডাল, আলু, লবণ ও সাবান । পাশাপাশি ভবিষ্যতে লকডাউনের মেয়াদ বাড়লে ফের সাহায্যের আশ্বাস দিয়েছে এই ব্যবসায়ী সংগঠন ।

রায়গঞ্জ স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক তড়িৎ লাহিড়ী জানান, "দীর্ঘ দুই মাস ধরে সোনার দোকান বন্ধ থাকায় কারিগররা চরম সংকটে পড়েছেন । আমরা তাঁদের পাশে রয়েছি । কেউ যাতে অনাহারে না থাকেন তার জন্য তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.