ETV Bharat / state

Raiganj Housewife Murder: রায়গঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

author img

By

Published : Nov 17, 2022, 8:27 PM IST

Raiganj Housewife Murder
রায়গঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় ধৃত প্রধান অভিযুক্তকে হেফাজতে চাইছে পুলিশ

পরকীয়ার জেড়েই গৃহবধূ সুপ্রিয়াকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। বৃহস্পতিবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয় বলে জানান রায়গঞ্জের ডিএসপি রিপন বল। এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি জানা যাবে বলে পুলিশের অনুমান ৷

রায়গঞ্জ, 17 নভেম্বর: রায়গঞ্জের রবিন্দ্রপল্লী এলাকায় গৃহবধূ সুপ্রিয়া দত্তকে খুনের অভিযোগ (Raiganj Housewife Murder) ৷ আলিপুরদুয়ারের ফালাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে গতকাল দুপুরে ঘটনার মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে পুলিশ (Main Accused Arrested From Alipurduar)। গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে নিয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা দেয়। এদিন 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান রায়গঞ্জে ডিএসপি রিপন বল (Police demanded 10 days PC of main accused)।

অভিযুক্তকে আদালতে পাঠানোর আগে রায়গঞ্জের ডিএসপি রিপন বল একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, "আলিপুরদুয়ারের একটি হোটেল থেকে গতকাল দুপুরে মূল অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রবাল সরকারকে গ্রেফতার করে তার থেকে সুপ্রিয়া দত্তের দু'টি মোবাইল উদ্ধার করা হয়েছে ৷ পাশাপাশি খুনে ব্যবহার করা একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। আদালতের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চাওয়া হয়েছে ৷ এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি জানা যাবে বলে জানান রিপনবাবু।

রায়গঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

আরও পড়ুন: Housewife Murder Case: রায়গঞ্জে গৃহবধূ খুনে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত

উল্লেখ্য, চলতি মাসের 11 তারিখে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকার এক গৃহবধূ সুপ্রিয়া দত্ত খুনের ঘটনার পাঁচ দিন পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে বুধবার বেলা 1টায় গ্রেফতার হয় মূল অভিযুক্ত প্রবাল সরকার। ঘটনার দিন দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্ত তাঁর বাড়িতে ছাড়া আর কেউ ছিলেন না। বিকেলে ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে মায়ের মৃতদেহ দেখতে পায় ৷ ছেলের চিৎকারে প্রতিবেশীরা পৌঁছয় বাড়িতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.