ETV Bharat / state

তক্ষক বাঁচাতে আরশোলার খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি পুলিশের

author img

By

Published : Mar 9, 2020, 4:52 AM IST

gecko_food
উদ্ধার 2টি তক্ষক

তক্ষক বাঁচাতে নাজেহাল রায়গঞ্জ থানার পুলিশ৷ খাবারের জন্য বাড়ি বাড়ি খুঁজে আনা হচ্ছে আরশোলা ৷

রায়গঞ্জ, 9 মার্চ : বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ তবে, কোনও তদন্তের স্বার্থে প্রমাণ জোগাড়ের জন্য নয় । পুলিশ তল্লাশি চালাচ্ছে আরশোলার খোঁজে । অবাক হলেও এটাই সত্যি । আর যেখানেই নজরে পড়ছে আরশোলা সেখান থেকেই প্লাস্টিকে ভরে নিয়ে আসছে থানায় ।

পুলিশের এই আরশোলা খোঁজার কারণটাও অবাক করার মতো । মাদক পাচার রুখতে গতকাল রায়গঞ্জের বাজিতপুর এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশ । সেইসময় কালিয়াগঞ্জগামী এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় তাদের । তাই তাকে রাস্তায় আটকে শুরু হয় তল্লাশি । আর তখনই তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্যাগ । একটি ব্যাগ থেকে উদ্ধার হয় 2 হাজারটি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য 12 লাখ টাকা । একইসঙ্গে উদ্ধার হয় 108 গ্রাম ব্রাউন সুগার ।

এরপর আর একটি ব্যাগে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । আর সেই ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের । ওই ব্যাগে একটি বাক্সের মধ্যে রাখা ছিল তিনটি তক্ষক । যার মধ্যে একটি মৃতপ্রায় । আর এই তক্ষকগুলিকে জীবিত রাখতেই এখন নাজেহাল অবস্থা রায়গঞ্জ থানার পুলিশের । উদ্ধার হওয়া তক্ষকগুলিকে বাঁচিয়ে রাখতে বাড়ি বাড়ি আরশোলার খোঁজে দৌঁড়াচ্ছে পুলিশ ।

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, "আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তক্ষকগুলিকে বনবিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে৷ সেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য এদের খাদ্য আমরা জোগাড় করছি৷"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.