ETV Bharat / state

ইসলামপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 1

author img

By

Published : Jun 22, 2019, 7:07 PM IST

Updated : Jun 22, 2019, 11:45 PM IST

গতকাল ইসলামপুরের আগডিমটিখুন্তিতে মৌলানিগছ গ্রামে মহম্মদ শাকাতু নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয় । ঘটনার তদন্তে নেমে পুলিশ পাসারুল আলম নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ।

ইসলামপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার 1

রায়গঞ্জ, 22 জুন : তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে । ধৃতের নাম পাসারুল আলম । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ মৌলানিগছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে । ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । আজ তাকে আদালতে তোলা হয়েছে ।

গতকাল ইসলামপুরের আগডিমটিখুন্তিতে মৌলানিগছ গ্রামে মহম্মদ শাকাতু নামে এক তৃণমূল কর্মী খুন হয় । অভিযোগ, মহম্মদ আমির ও পাসারুল আলম নামে দুই ব্যক্তি শাকাতুর বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায় । ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ।

দেখুন ভিডিয়ো

মৃতের পরিবারের পক্ষ থেকে ওই দুই ব্যক্তির নামে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । এরপর পুলিশ তল্লাশি শুরু করে । গতকাল রাতে পুলিশ পাসারুলকে গ্রেপ্তার করে । অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

sample description
Last Updated : Jun 22, 2019, 11:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.