ETV Bharat / state

করোনা নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং রায়গঞ্জে

author img

By

Published : May 15, 2021, 3:23 PM IST

করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে সচেতন করতে উদ্যোগী হল রায়গঞ্জ পৌরসভা ৷ স্বাস্থ্যবিধি মনে করিয়ে দিয়ে করা হল মাইকিং ৷ কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মাইকিং করলেন চেয়ারম্য়ান ৷

wb_ndin_01_municipality_covid_awareness_campaign_raiganj_wb10021
করোনা নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং রায়গঞ্জে

রায়গঞ্জ, 15 মে : ‘‘সকলে মাস্ক ব্যাবহার করুন ৷ স্যানিটাইজার ব্যাবহার করুন ৷ শারীরিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান এবং অপরকেও বাঁচিয়ে তুলুন ৷’’ এভাবেই রায়গঞ্জ শহরের স্টেশন সংলগ্ন বাজার এবং রাজপথে সচেতনতার বার্তা প্রচার করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা ৷

করোনা সংক্রমণের হাত থেকে নাগরিকদের সচেতন থাকার বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক বিলি করল রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ৷ এই কর্মসূচিতে অংশ নেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, কাউন্সিলর অনিরুদ্ধ সাহা, কাউন্সিলর কল্পিতা মজুমদার-সহ অন্যরা ৷ চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস নিজে মাইকিংয়ের মাধ্যমে রাস্তায়-রাস্তায় ও বাজারে-বাজারে ক্রেতা, বিক্রেতা দু-পক্ষকেই সচেতনতার বার্তা দেন।

পৌর প্রতিনিধিদের নিয়ে মাইকিং করেন চেয়ারম্য়ান ৷

আরও পড়ুন : করোনার সচেতনতা প্রচারে শিলিগুড়ির রাজপথে যমরাজ

ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে ৷ যার প্রভাব পড়েছে এ রাজ্যের উত্তর দিনাজপুর জেলাতেও ৷ শেষ 24 ঘণ্টায় জেলার শুধুমাত্র রায়গঞ্জ শহরেই আক্রান্ত হয়েছেন 58 জন ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ এই অবস্থায় মানুষ যদি এখনও সচেতন না হয়, তাহলে আগামী দিনে ফল আরও মারাত্মক হবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.