ETV Bharat / state

Mob Lynching at Karandighi : মানসিক ভারসাম্যহীনকে চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু যুবকের

author img

By

Published : Mar 30, 2022, 10:46 PM IST

Moblynching At Karandighi
করণদিঘিতে মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে গণপিটুনি

মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা (Mob Lynching at Karandighi)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। মৃত যুবকের নাম জামিরুদ্দিন।

রায়গঞ্জ, 30 মার্চ : মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলল গ্রামবাসীরা (Mob Lynching at Karandighi)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার উত্তর কচরা গ্রামে। মৃত যুবকের নাম জামিরুদ্দিন (22) । এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করণদিঘির উত্তর কচরা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন যুবক জামিরুদ্দিন সাইকেল নিয়ে লাহুতারায় মামার বাড়িতে বেড়াতে যায়। আচমকা রাতে ঘুম ভেঙে সে বাড়ির উদ্দেশ্যে সাইকেলে রওনা হয়। পথে তাঁকে দেখে জিজ্ঞাসাবাদ করতে অসংলগ্ন কথাবার্তা শুনে চোর সন্দেহে লাহুতারা গ্রামের বাসিন্দারা গণধোলাই দেওয়া শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে উত্তর কচরা গ্রামের তাঁর আত্মীয়-স্বজনরা। তারা গণধোলাইয়ে বাধা দিলেও লাহুতারার বাসিন্দারা তা শোনেনি।

করণদিঘিতে মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আরও পড়ুন: পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে তৃণমূলের মিছিল

গুরুতর জখম অবস্থায় জামিরুদ্দিনকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। রায়গঞ্জ হাসপাতালে গুরুতর জখম জামিরুদ্দিনকে নিয়ে আসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই উত্তেজনা দেখা দেয়। একজন মানসিক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.