ETV Bharat / state

Migrant Workers Returning Home : বাড়ছে করোনা, লকডাউনের আশঙ্কায় বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

author img

By

Published : Jan 5, 2022, 4:25 PM IST

করোনার পুরনো স্মৃতি উসকে বাড়ছে সংক্রমণ, ফের লকডাউনের আশঙ্কায় ঘরমুখী রায়গঞ্জের পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers of Raiganj Returning Home )

Migrant Workers Returning Home
লকডাউনের আশঙ্কায় বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

রায়গঞ্জ, ৫ জানুয়ারি: লকডাউনের পুরনো স্মৃতি উসকে দিয়ে দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ ৷ আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ৷ এই আতঙ্ক দানা বাঁধছে ভিন রাজ্যে কর্মরত এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৷ ফলে এবছর এখনও লকডাউন জারি না হলেও, ভিন রাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা ৷,এই দৃশ্য ধরা পড়েছে রায়গঞ্জে (Migrant Workers of Raiganj Returning Home ) ৷ মুম্বই, জয়পুর থেকে ফেরা এখানকার শ্রমিকরা জানাচ্ছেন গতবারের খারাপ অভিজ্ঞতার কারণেই তাঁরা এবার আগেই ফিরে এলেন ৷

বাড়ছে করোনা, লকডাউনের আশঙ্কায় বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা

ফিরে আসা শ্রমিকদের আশঙ্কা যেভাবে দেশ ও রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে তাতে যে কোনও সময় ফের লকডাউন জারি হতে পারে ৷ গতবার লকডাউনের কারণে বহু কষ্ট করে তাঁদের বাড়ি ফিরতে হয়েছিল ৷ জেলায় ফিরেও ঘরে ঢুকতে পারেননি তাঁরা, 14 দিন কাটাতে হয়েছিল কোয়ারান্টিনে ৷ এবার আর সেই যন্ত্রণার মধ্যে দিয়ে তাঁরা যেতে চান না বলেই আগেভাগে বাড়ি ফিরে এসেছেন ৷ রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যাঁরা দিল্লি, মুম্বই, জয়পুর, পঞ্জাব, হায়দরাবাদে, চেন্নাই এর মতো ভিন রাজ্যের শহরে কাজে গিয়েছিলেন তাঁরা একে একে বাড়ি ফিরছেন ৷

আরও পড়ুন : 10 ঘণ্টা ঠাকুরনগর স্টেশন অবরোধ, এখনও লাইনে ফুলব্যবসায়ীরা

তালিকায় আছেন রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর, ভুলকাই, বাসতিপুর, শংকরপুর, কোমরোল, কসবা, ঝিটকিয়া, কুমারজল গ্রামের বেশি কিছু পরিযায়ী শ্রমিক ৷ তবে বাড়ি ফিরলেও কাজ হারিয়ে চিন্তায় রয়েছেন এই শ্রমিকরা ৷ এলাকায় কাজ চাইছেন তাঁরা ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.