ETV Bharat / state

Allegation Against Police Officer: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ পুলিশ অফিসারের বিরুদ্ধে

author img

By

Published : Aug 5, 2023, 5:00 PM IST

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ৷ অভিযোগ দায়ের হয়েছে থানায় ৷

ETV Bharat
প্রতীকী ছবি

রায়গঞ্জ, 5 অগস্ট: তদন্তের কাজে গিয়ে পরিচয় ৷ ধীরে ধীরে ঘনিষ্ঠতাও বাড়ে ৷ অভিযোগ, এরপরেই বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে সহবাস করেন পুলিশের এক অফিসার ৷ ছাত্রীর অভিযোগ, তিনি বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হননি ৷ পরবর্তীতে ওই পুলিশ অফিসার অন্য জেলায় বদলি হয়ে যাওয়ার পরও ছাত্রীটিকে সেখানে নিয়ে গিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস শুরু করেন বলেও অভিযোগ ৷ পরবর্তীতে ছাত্রীটি বুঝতে পারেন, তিনি প্রতারিতা হচ্ছেন ৷ এরপরেই তিনি মহিলা থানায় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে একাধিক ধারায় মামলা রুজু হয় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ৷ সেই মামলায় অভিযুক্ত পুলিশ অফিসার সম্প্রতি আদালতে আগাম জামিনের আবেদন জানাতেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

ঘটনাটি উত্তর দিনাজপুরের ৷ গত 28 মে রায়গঞ্জ মহিলা থানায় দায়ের করা লিখিত অভিযোগপত্রে 21 বছর বয়সি ওই ছাত্রী জানিয়েছেন, 2020 সালের একটি মামলায় তদন্তকারী অফিসারের সঙ্গে তদন্তের স্বার্থেই তাঁর পরিচয় হয় ৷ তারপর তিনি বিভিন্ন অছিলায় তাঁকে নানা জায়গায় ডাকতেন ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেন ওই পুলিশ অফিসার ৷ কিছুদিন পর ওই অফিসার দক্ষিণ দিনাজপুর জেলায় বদলি হয়ে যান ৷ তিনি বালুরঘাট শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন ৷ সেখানেও সহবাস করেন 2 জনে ৷

কিন্তু তরুণীর অভিযোগ, বিয়ের প্রসঙ্গ তুললেই ওই পুলিশ অফিসার তাঁকে এড়িয়ে যেতেন ৷ কিছুদিন পর তিনি জানতে পারেন, ওই পুলিশ অফিসার বিবাহিত ৷ তাঁর দুটি সন্তানও রয়েছে ৷ অভিযোগ, এবিষয়ে জানতে চাইলে ওই পুলিশকর্মী ছাত্রীটিকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ৷ নিজে পুলিশ অফিসার হওয়ায় তিনি জানান, সব থানার পুলিশ তাঁর চেনা ৷ তিনি তাঁর কিছু করতে পারবেন না ৷ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ওই পুলিশকর্মী তাঁকে খুনের হুমকিও দেন ৷ তবে পরে সাহস জোগাড় করে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী ৷

আরও পড়ুন: স্ত্রী ও দুই সন্তানকে হত্যা, দেহের সঙ্গে 3 দিন কাটিয়ে আত্মঘাতী ইঞ্জিনিয়র

ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 493, 376, 417 ও 506 ধারায় মামলা রুজু করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ ৷ যদিও অভিযুক্ত পুলিশ অফিসারকে এখনও গ্রেফতার করা হয়নি ৷ শুক্রবার ওই অভিযুক্ত রায়গঞ্জ আদালতে আগাম জামিনের আবেদন জানাতেই গোটা ঘটনা সবার সামনে আসে ৷ আগামী 17 অগস্ট এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৷ তবে অভিযুক্ত পুলিশ অফিসারের ফোন সুইচ অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷

এনিয়ে প্রশ্ন করা হলে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার সাফ জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই ৷ তিনি খোঁজখবর নিয়ে দেখছেন ৷ তাছাড়া অভিযুক্ত পুলিশ অফিসার বর্তমানে দক্ষিণ দিনাজপুরে কর্মরত ৷ অন্যদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, এমন ঘটনার কথা তাঁরও জানা ছিল না ৷ তিনিও খোঁজখবর নিয়ে দেখছেন ৷

দুই জেলার শীর্ষ পুলিশকর্তারা বিষয়টি এড়িয়ে গেলেও পুলিশেরই সূত্র মারফৎ খবর, এএসআই পদমর্যাদার ওই অফিসারকে পাশের জেলায় বদলির নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন খোদ উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ৷ বদলির পর তাঁর পোস্টিং হয় বালুরঘাট থানায় ৷ তবে কিছুদিন পর থানা থেকে সরিয়ে তাঁকে দক্ষিণ দিনাজপুর জুভেনাইল জাস্টিস বোর্ডে পোস্টিং করা হয়েছে ৷ এখনও তিনি সেখানে কর্মরত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.