ETV Bharat / state

House Gutted in Fire: ইটাহারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 16টি বাড়ি, আহত 5 শিশু

author img

By

Published : Apr 9, 2023, 7:06 PM IST

houses destroyed in fire
ভয়াবহ আগুন

ভয়াবহ আগুনে মাথার ছাদ হারাল 16টি পরিবার ৷ আহত কমপক্ষে পাঁচ শিশু ৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকায় ৷

ইটাহারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই 16টি বাড়ি

রায়গঞ্জ, 9 এপ্রিল: আগুনে পুড়ে ভস্মীভূত হল প্রায় 16টি বাড়ি । ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পাঁচ শিশু । রবিবার সকাল সাড়ে 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকায় । আহত শিশুদেরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে । গ্যাসের সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের ৷ তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ও দমকল বাহিনী ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বাড়িওল ঘাট এলাকার বাসিন্দা বসিরুদ্দিন আহমেদের বাড়ি থেকে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । আগুনের শিখা এতটাই বেশি ছিল একের পর এক 16টি বাড়িকে গ্রাস করে নেয় । স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি ৷ ওই সমস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে নগদ টাকা-সহ সোনার গয়না পুড়ে ছাই হয়ে গিয়েছে । আগুন লাগার পর ঘর থেকে তারা কোনও কিছুই বের করতে পারেননি ।

houses destroyed in fire
ভয়াবহ আগুনে মাথার ছাদ হারালেন 16টি পরিবার

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । সরকার তাদের সাহায্য না করলে অনাহারে দিন কাটাতে হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা । ঘটনার খবর পেয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান ইটাহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মোসারফ হোসেন । তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য করবেন তিনি । খবর পেয়েই তিনি দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার, শাড়ি, ধুতি, জামাকাপড়-সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা দিয়েছেন । রাজ্য সরকারের পক্ষ থেকে ওই দুর্গত মানুষদের জন্য থাকার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান ।

houses destroyed in fire
সাহায্যের আশায় বসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য বলেন, "দেখতে দেখতে 16টি বাড়ি পুড়ে গেল চোখের সামনে । সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি । এখন পরার মতো কোনও জামাকাপড় বেঁচে নেই । বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছিলাম ৷ সেই টাকাও আগুনে পুড়ে গিয়েছে । যা কিছু ছিল সবটাই পুড়ে ছাই । সরকার এখন না সাহায্য করলে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে ।"

আরও পড়ুন: ওয়েস্ট পোর্ট থানা ওলাকায় আগুনে ভষ্মীভূত ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.