ETV Bharat / state

Youth Brutally Beaten: অবৈধ মদের ঠেকে যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 10:24 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

অবৈধ মদের ঠেকে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে ৷ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ পাশাপাশি, রায়গঞ্জের বিডিও বেআইনী মদের ঠেকের বিরুদ্ধে অভিযানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ৷

যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

রায়গঞ্জ, 22 অগস্ট: অবৈধ মদের ঠেকে মদ খাইয়ে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবক-সহ চার জনের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে। ঘটনায় রায়গঞ্জ থানার লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনায় রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল বলেন, "ঘটনার কথা শুনেছি ৷ পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আবগারি দফতরকে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে।"

নির্যাতিত ব্যক্তির অভিযোগ, জয়ন্ত ঝা নামে এক যুবক দলবল নিয়ে তাঁর ওপর আক্রমণ করেছে। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, পুরুষ বলেই কী এই নৃশংস ঘটনায় এখনও পর্যন্ত কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ? পুলিশের এই নিষ্ক্রিয়তা কী কারণে তা নিয়ে ধন্দে পরিবার ও প্রতিবেশীরা। সকলেই চাইছেন এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক এবং তাঁদের কঠোর শাস্তি দিক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 15 অগস্ট উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তাহেরপুরের বাসিন্দা বাড়ি থেকে কিছুটা দূরে তালের টাকা দিতে যান। যাঁকে টাকা দিতে যান, তার সঙ্গে দেখা না-হওয়ায় পাশের এক মহিলার বাড়িতে যান ওই ব্যক্তি ৷ সেখানে বসে তিনি মদ্যপান শুরু করেন। অভিযোগ, এরপর সেখানে আরও চারজন যুবক প্রবেশ করে মদ্যপান শুরু করে ৷ অভিযোগ, ওই চারজন নির্যাতিত ব্যক্তিকে আরও মদ্যপান করান ৷

আরও পড়ুন: ডেঙ্গিতে ছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ নাকচ করল মালদা মেডিক্যাল কর্তৃপক্ষ

এরপরই নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবককে প্রথমে মারধর করা হয় ৷ তারপরই মুখ চাপা দিয়ে গোপনাঙ্গ কেটে নেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে রায়গঞ্জ গর্ভমেন্ট ও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে নির্যাতিতকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পরিবারের লোকেরা আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে পরবর্তীতে বাড়িতে নিয়ে চলে আসেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.