ETV Bharat / state

রায়গঞ্জে ওষুধ ব্যবসায়ীকে গুলি-ছিনতাইয়ের ঘটনায় ধৃত মোট 7

author img

By

Published : Feb 17, 2020, 12:01 AM IST

Updated : Feb 17, 2020, 12:07 AM IST

রায়গঞ্জের ওষুধ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় মোট 7 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷ ঘটনার দু'দিন বাদেই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে ডালখোলায় গোপন ডেরা থেকে ছিনতাইকারী গ্রুপের কিং পিন আবদুল খালেককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ ৷

Raiganj police station
উদ্ধার করা আগ্নেয়য়াস্ত্র

রায়গঞ্জ ,16 ফেব্রুয়ারি : রায়গঞ্জের ওষুধ ব্যবসায়ীকে গুলি ও ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ । রায়গঞ্জের নাগরের ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকারকে গুলি করে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় 7 জন দুস্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ ৷ পাশাপাশি উদ্ধার করা হল দুটি আগ্নেয়য়াস্ত্র , ছ'রাউন্ড গুলি , একটি মোটর বাইক ও ছিনতাই হওয়া 26 হাজার টাকা ৷

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার রায়গঞ্জ থানায় সাংবাদিক বৈঠকে বলেন , ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকারকে গুলি করা এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় 7 দুষ্কৃতী ছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে । ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাদের চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ঘটনার পুলিশি তদন্ত প্রায় শেষের পথে । এই ঘটনার সাথে যুক্ত কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল, কিছু দুষ্কৃতী শুট আউট ও ছিনতাই করে । তবে এই ঘটনার সাথে কিছু ওষুধ ব্যবসায়ীও জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান । ২৯ জানুয়ারি রায়গঞ্জ থানার নাগর এলাকার ভাঙাবাড়ি গ্রামে হেমতাবাদের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী সুশান্ত সরকারকে গুলি করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা । সুশান্তবাবু প্রাণে বেঁচে গেলেও এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জে ৷

রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার

রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ । ঘটনার দু'দিন বাদেই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ডালখোলায় গোপন ডেরা থেকে ছিনতাইকারী গ্রুপের কিং পিন আবদুল খালেককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ । এরপর খালেককে নিয়ে ঘটনাস্থানে নাগরে গিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে রায়গঞ্জ থানার IC সুরজ থাপার নেতৃত্বে পুলিশ অফিসারেরা । এরপর এই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গতকাল আলম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় । এই গুলি ও ছিনতাইয়ের ঘটনায় মোট 7 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ । ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছ'রাউন্ড গুলি, একটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ৷

Last Updated : Feb 17, 2020, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.