ETV Bharat / state

রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের পাশে বিজেপি বিধায়ক

author img

By

Published : Jun 30, 2021, 12:42 PM IST

রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের খাদ্যসামগ্রী দিলেন বিজেপি বিধায়ক
রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের খাদ্যসামগ্রী দিলেন বিজেপি বিধায়ক

করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গিয়েছে সরকারি, বেসরকারি অনুষ্ঠান ৷ তাই বন্ধ রায়গঞ্জের বাউল শিল্পীদের রোজগারও ৷ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ এবার তাঁদের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷

রায়গঞ্জ, 30 জুন : প্যানডেমিকের কারণে সরকারি, বেসরকারি সব রকম অনুষ্ঠান বন্ধ । দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন শিল্পীরা ৷ রায়গঞ্জের বাউল সম্প্রদায়ের মানুষেরদের অবস্থাও শোচনীয় । কোনও রকমে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীরা । এই বাউল শিল্পীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।

রায়গঞ্জের দুঃস্থ বাউল শিল্পীদের খাদ্যসামগ্রী দিলেন বিজেপি বিধায়ক

মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ লালন মঞ্চে একটি অনুষ্ঠানে আসেন বিজেপি বিধায়ক কল্যাণী ৷ এখানে তিনি দুঃস্থ বাউল শিল্পীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন । স্বভাবতই এই দুর্দশার দিনে চরম সংকটে থাকা বাউল শিল্পীরা খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত ।

আরও পড়ুন : লকডাউনে কাজ নেই, সন্তানের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হরিশ্চন্দ্রপুরের দুঃস্থ দম্পতি

২০২০ সালের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন, চলছে কড়া বিধিনিষেধ । বন্ধ হয়ে গিয়েছে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান । সরকারি, বেসরকারি অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেই অর্থ উপার্জন করতেন রায়গঞ্জের কয়েকশো বাউল শিল্পী । এখন একেবারে কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা । রাজ্য সরকারের মাসিক 1000 টাকা করে ভাতা পেলেও তা সংসার চালানোর জন্য যথেষ্ট নয় । অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছেন তাঁরা ৷

এই অবস্থায় বাউল শিল্পীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের বিধায়ক শিল্পপতি কৃষ্ণ কল্যাণী । এদিন ১০০ জন বাউল শিল্পীকে চাল, ডাল, আলু, সরষের তেল, সয়াবিন-সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দিলেন বিজেপি বিধায়ক । আর তিনি আশ্বস্ত করেছেন বিধানসভা অধিবেশন শুরু হলে বিধায়ক তহবিল পেলে আরও সাহায্য করতে পারবেন শিল্পীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.