ETV Bharat / state

Debasree Chaudhuri: কালিয়াগঞ্জের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব, জানালেন বিজেপি সাংসদ

author img

By

Published : May 1, 2023, 7:50 PM IST

কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় বিজেপি ৷ এই লড়াই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সিবিআই তদন্তের আদেশ এনেই ছাড়ব, হুঁশিয়ারি বিজেপি সাংসদের ৷

Etv Bharat
দেবশ্রী চৌধুরী

কালিয়াগঞ্জের ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির

ইসলামপুর, 1 মে: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ হলেও তাতে হাল ছাড়ছে না বিজেপি । ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী সোমবার জানিয়েছেন এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিজেপি প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবে ৷ এদিন ওই কিশোরীর মৃত্যুর ঘটনায় ইসলামপুরে এক প্রতিবাদ সভায় যোগ দেন সাংসদ দেবশ্রী চৌধুরী ৷ ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷

সাংসদের কথায়, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আগে সব ঘটনায় সিবিআই তদন্ত চাইতেন ৷ কিন্তু যবে থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে আর তিনি সিবিআই'কে পছন্দ করেন না ৷ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, সিবিআই তদন্তের আদেশ না-পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরছেন না।

উল্লেখ্য, কালিয়াগঞ্জে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি ৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ উন্মত্ত জনতা দিনকয়েক আগে কালিয়াগঞ্জ থানাতেও আগুন জ্বালিয়ে দেয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ওই কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ বা শারীরিক নিগ্রহের কোনও প্রমাণ মেলেনি বলে দাবি পুলিশের ৷ পুলিশের দাবি, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে ওই নাবালিকার ৷ ঘটনাটি খুন না আত্মহত্যা, জানতে তদন্ত চলছে ৷ কিন্তু বিজেপির দাবি, রাজবংশী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং পুলিশ তা চাপা দিয়ে বিষয়টিকে আত্মহত্যা বলে চালাতে চাইছে ৷

কিশোরীর পরিবার এবং প্রতিবেশীরা রাজ্যের সিআইডি তদন্তে ভরসা রাখতে পারছে না । অনিন্দ্য সুন্দর দাস নামে এক ব্যক্তি এই ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন । সোমবার সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চ । হাইকোর্টের এই আদেশের পর রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সব ঘটনার সিবিআই তদন্ত চাইতেন । মুখ্যমন্ত্রী হওয়ার পর তার সুর পালটে গিয়েছে ৷ বিজেপি জানে কীভাবে আঙুল বেকাতে হয় । মৃতার পরিবারের পাশে দল আছে । বিজেপি এই লড়াই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সিবিআই তদন্তের আদেশ এনেই ছাড়বে ।"

আরও পড়ুন: আতিক আহমেদ হত্যার প্রসঙ্গ টেনে কালিয়াগঞ্জকাণ্ডে পালটা বিজেপিকে তোপ ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.