ETV Bharat / state

ফের বাইরে দেবশ্রী চৌধুরি, এলাকায় পুলিশি তৎপরতা

author img

By

Published : Apr 25, 2020, 9:22 PM IST

ছবি
ছবি

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি তাঁর সুদর্শনপুরের ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন। তারপরই এলাকায় পুলিশ পৌঁঁছায় ।

রায়গঞ্জ, 25 এপ্রিল : দিল্লি থেকে ফিরে কোয়ারানটিনে না থেকে বাইরে বেরিয়েছিলেন । মাস্ক বিলি করেছিলেন । এমনই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জ সাংসদ দেবশ্রী চৌধুরির বিরুদ্ধে । আজ ফের রায়গঞ্জের সুদর্শনপুরে বাড়ির বাইরে বের হওয়া নিয়ে বিতর্কে জড়ালেন দেবশ্রী । খবর পেয়েই ঘটনাস্থানেই পৌঁছায় পুলিশ । বেশ কিছুক্ষণ টহলদারিও চলে। তবে এনিয়ে ক্ষুব্ধ মন্ত্রী । তিনি জানান, যেভাবে পুলিশ তাঁকে ঘিরে ধরেছেন তা অত্য়ন্ত অসম্মানজনক ।

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাঁর সুদর্শনপুরের ফ্ল্যাট থেকে বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আত্মসহায়ক অসীম চন্দ । তাঁর অভিযোগ, বাড়ি থেকে বের হওয়ার পরই হঠাৎ পুলিশি তৎপরতা শুরু হয়। তিনি বলেন, "সামান্য ওষুধ আনার পাশাপাশি বাড়ির কাছে একটি স্কুলের মাঠে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু যেভাবে পুলিশ ঘিরে ধরেছেন, তা অত্যন্ত অসম্মানজনক।" তাঁর দাবি, মুখ্যমন্ত্রী প্রশাসনের সাহায্য নিয়ে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের আটকে রাখার ষড়যন্ত্র করছেন । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, এমন অপমানজনক বিষয় কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ জানাবেন তিনি ।

এবিষয়ে দেবশ্রী চৌধুরি বলেন, "আমি দীর্ঘ একমাস ধরে বাড়িতে রয়েছি । বাইরে যাইনি। আজ আমার বাড়ির সামনে একটি স্কুলের মাঠে কিছুক্ষণ হাঁটতে গিয়েছিলাম। এরপরই পুলিশ আমার পিছু নেয়। শাসক দলের নেতাকর্মীরা অবাধে সামাজিক দূরত্ব না মেনে যে কোনও জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আমি এমন কোনও কাজ আজ করিনি যে, পুলিশ এভাবে আমার পিছনে পড়েছে । আমার বাড়ির সামনে এই মুহূর্তে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক রয়েছেন। কী ধরনের রাজ্যে আমরা রয়েছি?"

যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "এর আগেও দেবশ্রী দেবী সামাজিক দূরত্ব না মেনে রাস্তায় বেরিয়েছিলেন । তাঁকে ঘিরে ভিড় জমিয়েছিলেন মানুষজন । আজ খবর পেয়ে বিষয়টি নিশ্চিত করতে গিয়েছিলাম আমরা । কোনও ধরনের জমায়েত তিনি করছেন কি না তা দেখতে গিয়েছিলাম । তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করা হয়নি। কোনও কথাও বলা হয়নি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.