ETV Bharat / state

প্রিয়রঞ্জনের মূর্তি উন্মোচনে ডাক পেলেন না দীপা

author img

By

Published : Oct 2, 2020, 5:25 PM IST

Raiganj
Raiganj

আমন্ত্রণ প্রসঙ্গে আজ মোহিতবাবু বলেন, "এটা সমাজবিরোধীদের দ্বারা নির্বাচিত বোর্ড । আমাকে আমন্ত্রণ না করে ভালোই করছে । "

রায়গঞ্জ, 2 অক্টোবর : প্রিয়রঞ্জন দাসমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উদ্বোধনে ডাক পেলেন না স্ত্রী দীপা দাসমুন্সি । কংগ্রেস নেতার মূর্তি উদ্বোধনে ডাক পেলেন না রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্তও । রায়গঞ্জ বিধানসভার বিধায়ক মোহিত সেনগুপ্তের অভিযোগ, " প্রিয়বাবুর মতো একজন জাতীয় নেতাকে জাতীয় সড়কের উপর দাঁড় করিয়ে ঠিক কাজ করেনি রায়গঞ্জ পৌরসভা । জাতীয় সড়কে উপর আবক্ষ মূর্তি করে প্রিয়বাবুর মতো নেতাকে অপমান করল পৌর কর্তৃপক্ষ ।"

আমন্ত্রণ প্রসঙ্গে আজ মোহিতবাবু বলেন, "এটা সমাজবিরোধীদের দ্বারা নির্বাচিত বোর্ড । আমাকে আমন্ত্রণ না করে ভালোই করছে । " এই বোর্ডের আমন্ত্রণ না পেয়ে তিনি শান্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন ।

পৌরসভার পক্ষ থেকে শুক্রবার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় 34 নম্বর জাতীয় সড়কে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির ব্রোঞ্জের আবক্ষমূর্তি উন্মোচনা করা হয় । আবক্ষ মূর্তি উন্মোচনা করেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন রায় । রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস এ বিষয়ে বলে , "দীপা দাসমুন্সিকে টেলিফোন করে পাওয়া যায়নি । তিনি কারও ফোন ধরেননি । তাই তাঁকে আমন্ত্রণ করা যায়নি ।"

বিধায়ককে আমন্ত্রণ না করা প্রসঙ্গে পৌরপতি বলেন, তিনি অভিযোগ করলেও পৌরবোর্ডের কিছু যায় আসে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.