ETV Bharat / state

রাহুল গান্ধিকে পুলিশি হেনস্থার প্রতিবাদে কালিয়াগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

author img

By

Published : Oct 2, 2020, 9:39 PM IST

গতকাল হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি । কিন্তু হাথরস ঢোকার আগে একাধিকবার তাঁদের আটকানো হয় । এরপর হেঁটে হাথরসে যেতে গেলে ফের বাধা দেয় পুলিশ ।

কালিয়াগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ
কালিয়াগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

রায়গঞ্জ, 2 অক্টোবর : উত্তরপ্রদেশে রাহুল গান্ধির উপর পুলিশি হেনস্থার প্রতিবাদ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয় কংগ্রেস কর্মীরা । কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে তারা ৷

গতকাল হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি । কিন্তু হাথরস ঢোকার আগে একাধিকবার তাঁদের আটকানো হয় । এরপর হেঁটে হাথরসে যেতে গেলে ফের বাধা দেয় পুলিশ । চলে বচসা । ধাক্কাধাক্কিতে পড়ে যান রাহুল। পরে তাঁদের আটক করে নিয়ে যায় পুলিশ । রাতে গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । সেখানে তাঁদের সঙ্গে থাকা 150 জন কংগ্রেস নেতা-কর্মীরও নাম রয়েছে ।

পুলিশের এই আচরণের প্রতিবাদে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলে কংগ্রেস । সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেরও বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল সহ মহিলা কংগ্রেস নেত্রী মঞ্জুরী দত্ত, যুব কংগ্রেস সভাপতি গিরিধারী প্রামাণিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.