ETV Bharat / state

Panchayat Board Formation: ব্যালট খাওয়ার পর এবার বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরলেন তৃণমূল সদস্য !

author img

By

Published : Aug 10, 2023, 6:39 PM IST

এর আগে হাবড়ায় সিপিএমের ব্যালট পেপার খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী ৷ এবার বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরে নিলেন তৃণমূল প্রার্থী ৷ এবারেও এমন ঘটনার অভিযোগের তির শাসকদলের দিকে ৷

Panchayat Board Formation
বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরলেন তৃণমূল সদস্য

বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র মুখে পুরলেন তৃণমূল সদস্য

রায়গঞ্জ, 10 অগস্ট: উত্তর 24 পরগনার হাবড়ায় গণনা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের এমন অভিযোগে চক্ষুচড়ক গাছ হয়ে যায় ভোটারদের। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। এবার সেই অবাক করা ঘটনার পুনরাবৃত্তি হল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ তবে খেয়ে নিয়েছেন ঠিকই কিন্তু ব্যালট নয়, বিজেপির প্রার্থীর জয়ের শংসাপত্র! আর এহেন ন্যক্কারজনক ঘটনায় তোলপাড় উত্তর দিনাজপুর জেলা ৷

জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বোর্ড গঠন প্রক্রিয়া ছিল। ফলে সকাল থেকেই টানটান উত্তেজনার পরিবেশ ছিল। পুলিশের কড়া নিরাপত্তায় শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। অথচ বেলা বাড়তেই আচমকা উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পঞ্চায়েত দফতরের ভিতরে যখন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি চলছিল তখন হঠাৎ তৃণমূলের এক সদস্য বিজেপির জয়ী সদস্যর শংসাপত্র হাত থেকে কেড়ে টুকরো টুকরো করে ছিঁড়ে টপাটপ গলায় পুরে নেন।

যা দেখে হতভম্ব হয়ে যান সেখানে উপস্থিত অন্যান্য পঞ্চায়েত সদস্য ও প্রশাসনিক আধিকারিকরা। এমনটা মনে করাচ্ছে গত মাসে সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে ব্যালট খেয়ে নেওয়ার ঘটনা। উত্তর 24 পরগনার সেই ঘটনা নিয়ে রাজ্যবাসী নিন্দায় মুখর হন। এবারে সেই ছায়া উত্তর দিনাজপুরে। বিজেপি পঞ্চায়েত সদস্য দুলাল সরকারের অভিযোগ, পঞ্চায়েত প্রধান নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যায়ে যখন তখন তৃণমূল সদস্য সোনা টোপ্প তাঁদের এক সদস্যর হাত থেকে শংসাপত্র ছিনিয়ে খেয়ে নেন।

বোর্ড হাত ছাড়া হতে দেখে এমনই পথ বেছে নেয় তৃণমূল। যাতে বিজেপি বোর্ড গঠন করতে না-পারে ৷ কিন্তু তৃণমূলের সেই অপচেষ্টা রুখে দিয়ে বিজেপি বোর্ড গঠন করতে পেরেছে। যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সোনা টোপ্প ৷ তাঁর দাবি, বিজেপি ভোটাভুটি করতে চাইছিল না। সেকারণে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে তাঁর বিরুদ্ধে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.