ETV Bharat / state

কৃষি বিলের সমর্থনে দেবশ্রীর নেতৃত্বে রায়গঞ্জে মিছিল

author img

By

Published : Oct 7, 2020, 5:13 PM IST

তাদের দাবি, কৃষি বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি ।

তাঁদের দাবি, কৃষি বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি ।
তাঁদের দাবি, কৃষি বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি ।

রায়গঞ্জ, 7 অক্টোবর : কোরোনা পরিস্থিতির মধ্যেই কৃষিবিলের সমর্থনে রায়গঞ্জে দেখা গেল BJP-র বিশাল মিছিল ৷ যার নেতৃত্বে ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরি ৷ আজ দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত বিশাল মিছিল বের হয় ৷ মিছিলে অংশ নেন স্থানীয় BJP নেতা ও কৃষকরা ৷

সম্প্রতি সংসদে পাস হওয়া কৃষি বিল নিয়ে ইতিমধ্যেই সারা দেশে নানা ধরনের আন্দোলন চলছে । পশ্চিমবঙ্গে BJP বাদ দিয়ে প্রায় সবকটি রাজনৈতিক দলই এই বিলের বিরোধিতা করেছে । যা নিয়ে লাগাতার রাজনৈতিক আন্দোলন হচ্ছে । এরই মাঝে BJP-ও রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিলের সমর্থনে পালটা প্রচার করছে । আজ রায়গঞ্জের BJP সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই বিলের সমর্থনে মিছিল করে BJP । এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি সহ দলের একাধিক শীর্ষ নেতারা । তাঁদের দাবি, কৃষি বিল নিয়ে অপপ্রচার চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি । শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতেই এই অপপ্রচার করা হচ্ছে বলে দাবি তাদের ।

কৃষি বিলের সমর্থনে রায়গঞ্জে বিশাল মিছিল BJP-র

আজকের মিছিলের পর কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, "এই বিল কৃষকদের জন্য অত্যন্ত উপকারী হবে ৷ কৃষি বিল দেশের সমস্ত কৃষকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি আইন । যার মাধ্যমে কৃষক কোন মধ্যস্থতাকারীর সাহায্য ছাড়াই নিজের পণ্য বিক্রি করতে পারবেন । এতদিন পর্যন্ত কৃষকদের এই সমস্যাগুলো কেউ দেখছিল না । BJP এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার আসার পর বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীকালে বিল পাস করানো হয় । এই বিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অপপ্রচার করছে তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে । তাই কৃষকরা আজ দলে দলে এই মিছিলে যোগদান করেছে ।" তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দল BJP-কে চাপে ফেলার জন্য চেষ্টা করছে ৷ কিন্তু কৃষক এবং সাধারণ মানুষ বুঝে গেছে যে উন্নয়নের জন্য একমাত্র রাস্তা BJP এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.