ETV Bharat / state

Debasree Beat BDO: বিডিওকে হেনস্থা বিজেপি সাংসদ দেবশ্রীর, হাসপাতালে ভরতি আধিকারিক

author img

By

Published : Jul 12, 2023, 7:35 PM IST

গণনাকেন্দ্রে কারচুপি, বিজেপির জেতা প্রার্থীদের জোর করে হারিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানোর অভিযোগে সরাসরি বিডিও-র উপর চড়াও হলেন বিজেপি সাংসদ । গণনাকেন্দ্রে অস্বচ্ছতারও অভিযোগ এনেছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী । টেবিল-চেয়ার ছুড়ে মারা হয় বলে পালটা অভিযোগ করেন বিডিও ।

Etv Bharat
বিডিও-র উপর চড়াও হলেন বিজেপি সাংসদ

বিডিও-র উপর চড়াও হলেন বিজেপি সাংসদ

রায়গঞ্জ, 12 জুলাই: গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ এনে এবার সরাসরি রায়গঞ্জের বিডিও'র দফতরে গিয়ে তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদের বিরুদ্ধে । বুধবার বিজেপির তাণ্ডবে দফতরেই অসুস্থ হয়ে পড়েন বিডিও । তাঁকে লক্ষ্য করে টেবিল ছুড়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেন বিডিও। শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর ।

পঞ্চায়েত ভোটে হিংসার খণ্ড ছবি কমবেশি ধরা পড়েছে প্রায় সর্বত্রই । বিভিন্ন জেলায় তা মারাত্মক আকারও ধারণ করেছিল । ভোটে কারচুপির অভিযোগও এসেছিল বিভিন্ন জেলা থেকে । এবার গণনাতেও গড়মিল করার অভিযোগে সোচ্চার হয়েছে বিরোধীরা । আর তার জেরে সরাসরি বিডিও-র উপর চড়াও হলেন বিজেপি নেতা-কর্মীরা । নেতৃত্ব দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী । দফতরে ঢুকে বিডিও-কে রীতিমতো ঘিরে ধরে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানো-সহ গণনা কেন্দ্রে অস্বচ্ছতার একাধিক অভিযোগ এনে এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে বিডিও-র অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকারের সঙ্গেই বিজেপি প্রার্থীরাও এদিন বিডিও-র অস্থায়ী কার্যালয়ে বলপূর্বক ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন বলে অভিযোগ। ছুড়ে ফেলে দেওয়া হয় টেবিল ও চেয়ার। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানা গিয়েছে। এই বিক্ষোভের ঘটনায় রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল আহত হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভোটের হিংসায় মৃত্যুতে পরিবারকে 2 লাখ করে ক্ষতিপূরণ ও হোমগার্ডের চাকরি, ঘোষণা মমতার

বিজেপির তাণ্ডবে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি বিডিও-কে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর অভিযোগ করেন, জেলার প্রতিটি গণনাকেন্দ্রে সারারাত ধরে তৃণমূল কারচুপি করেছে । অভিযোগ, তাতে মদত দিয়েছে জেলা প্রশাসনিক কর্তারা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গণনা কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বলেও এদিন অভিযোগ করেন সাংসদ। এমনকী কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিন সাংসদ বলেন, "বিজেপির জেতা প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে তাদের কারচুপি করে হারানো হয়েছে । এবং তৃণমূল কংগ্রেসকে জোর করে জেতানো হয়েছে। এতে মদত দিয়েছে জেলার প্রশাসনিক কর্তারা ।" পাশাপাশি গণনাকেন্দ্রে এই কারচুপির বিরুদ্ধে আদালতের যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দেবশ্রী চৌধুরী। অন্যদিকে, রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল জানান, তিনি নির্বাচন গণনা প্রক্রিয়ার কাজ চলাকালীন কিছু বোঝার আগেই তাঁর উপরে চড়াও হয় বিজেপি নেতারা। চেয়ার, টেবিল ছুড়ে মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.