ETV Bharat / state

রায়গঞ্জে গ্রেপ্তার রাজু বন্দ্যোপাধ্যায়, টেনেহিঁচড়ে তোলা হল পুলিশের ভ্যানে

author img

By

Published : Jul 22, 2020, 4:17 PM IST

Updated : Jul 22, 2020, 6:59 PM IST

BJP-র রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানা পুলিশ।

raju banererjee
রাজু বন্দ্যোপাধ্যায়

রায়গঞ্জ , 22 জুলাই : BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। রায়গঞ্জে দলীয় কার্যালয়ের সামনে তৈরি হওয়া ধরনামঞ্চ পুলিশ তুলে দেওয়ার পরও, সেখানে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন তিনি। তখনই তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার প্রতিবাদে জেলাজুড়ে দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।

সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন হচ্ছে । একথা বলে আজ রায়গঞ্জে BJP-র ধরনামঞ্চ তুলে দেয় পুলিশ ৷ তা সত্ত্বেও সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। পুলিশ তাতে বাধা দিতে গেলে রায়গঞ্জ থানার IC এবং DSP-র সঙ্গে BJP কর্মীদের বাদানুবাদ শুরু হয়।

লকডাউন মেনেই রাজনৈতিক কর্মসূচি করা হচ্ছে বলে BJP-র তরফে পালটা দাবি করা হয় ৷ কিন্তু BJP নেতা-কর্মীদের কোনও কথাই শুনতে চায়নি পুলিশ। পুলিশ BJP-র রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে ৷ তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় । তিনি ছাড়াও জেলা BJP-র সাধারণ সম্পাদক বাসুদেব সরকার, জেলা নেতা প্রদীপ সরকারসহ বেশ কয়েকজন BJP নেতাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই জেলাজুড়ে দলীয় কর্মীদের মধ্যে শোরগোল পড়েছে। রাজু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, খুব অনৈতিকভাবে তাঁকে পুলিশের ভ্যানে তোলা হয়েছে ৷

রাজু বন্দ্যোপাধ্যায়

এদিকে দলীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর দিনাজপুরজুড়ে BJP কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও করনদিঘিসহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে বিভিন্ন রাস্তায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ।

উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, "রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি মণ্ডলে পথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।" তাঁকে না ছাড়া হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন নিমাইবাবু।

Last Updated :Jul 22, 2020, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.