ETV Bharat / state

Rape Attempt Allegation: গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বিজেপি প্রার্থীর ! থানার লিখিত অভিযোগ

author img

By

Published : Jul 10, 2023, 7:28 PM IST

পঞ্চায়েত ভোটের মাঝেই রায়গঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার ৷ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপি জেলা সভাপতির ৷ তিনি উলটে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মন্ত্রীকে ৷

BJP candidate rape accused
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

রায়গঞ্জ, 10 জুলাই: এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । এই ঘটনায় ওই গৃহবধূ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রায়গঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন । বাড়িতে গৃহবধূর সঙ্গে ছিল একটি ছোট্ট বাচ্চা । রবিবার রাতে খাওয়াদাওয়া করে বাচ্চাকে নিয়ে শুয়ে পড়েন গৃহবধূ । তারপরেই 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ধুসমোলের 38 নম্বর আসনের বিজেপি প্রার্থী রঞ্জিত বর্মন তাঁর ঘরে ঢোকেন এবং তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে অভিযোগ । এমনকী গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ ।

স্বাভাবিকভাবেই ওই গৃহবধূ চিৎকার শুরু করেন ৷ পাশের ঘরে তাঁর দেওর ছিলেন ৷ তাঁর চিৎকার শুনে তিনি বেরিয়ে আসেন ৷ তাঁকে দেখে রঞ্জিত বর্মনকে পালিয়ে যান । অভিযুক্তকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয় গৃহবধূর দেওর ৷ এরপরেই সোমবার রায়গঞ্জ থানায় রঞ্জিত বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা । ঘটনার পর থেকেই পলাতক ওই বিজেপি প্রার্থী । তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশাখাপত্তনমে গ্রেফতার স্কুলের অশিক্ষক কর্মচারী

নির্যাতিতা গৃহবধূ রঞ্জিত বর্মনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন । তাঁর দেওর বলেন, "গতকাল রাতে আমার বৌদিকে ধর্ষণ করার চেষ্টা করেছিল বিজেপি প্রার্থী রঞ্জিত বর্মন । তাঁকে ধরেও ফেলেছিলাম ৷ কিন্তু কোনওমতে আমার হাত থেকে বেঁচে সে পালিয়ে গেল । আমি তার শাস্তির দাবি জানাচ্ছি ৷ যাতে আগামীতে কেউ আর এমন কাজ করতে না পারে ।" অপরদিকে জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বলেন, "মন্ত্রী সত্যজিৎ বর্মন ভোটের আগের থেকে বিজেপি প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন । তাতে কোন কাজ না হওয়ায় এখন মন্ত্রী তাঁর লোকজনকে দিয়ে এসব কাজ করাচ্ছেন ।" যদিও পুরো অভিযোগটাই ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপির এই জেলা সভাপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.