ETV Bharat / state

কুর্তা-মিষ্টি সৌজন্যের আড়ালে ভোট পরবর্তী জোটের ইঙ্গিত : সেলিম

author img

By

Published : Apr 25, 2019, 9:52 PM IST

Updated : Apr 25, 2019, 10:42 PM IST

"2015 থেকে দিদিভাই ও মোদিভাইয়ের মধ্যে যে গোপন আঁতাত রয়েছে সে বিষয়ে আমরা বলে আসছি । ভোট পরবর্তী ফলাফল তাঁর অনুকূলে না গেলে অদূর ভবিষ্যতে দিদির সঙ্গে জোট বাঁধার পথ তাঁর খোলা রইল ।" মোদি ও মমতার মিষ্টি-কুর্তা সৌজন্য নিয়ে আজ একথা বলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ।

CPI(M) নেতা মহম্মদ সেলিম

রায়গঞ্জ, 25 এপ্রিল: "মোদি ও মমতা RSS দ্বারা লিখিত দুটি চরিত্র । শুধু তাই নয়, তাঁদের ডায়ালগগুলিও একই ব্যক্তি দ্বারা লিখিত । দু'জনের চরিত্রায়ণও সিনেমা বা নাটকের মতো । তাই তাঁদের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ।" মোদি-মমতা 'কুর্তা-মিষ্টি' সৌজন্য প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রায়গঞ্জের CPI(M) প্রার্থী মহম্মদ সেলিম ।

ভিডিয়োয় শুনুন মহম্মদ সেলিমের বক্তব্য

সম্প্রতি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অরাজনৈতিক আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রতি বছর নিয়ম করে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাঁকে কুর্তা আর মিষ্টি পাঠান । মমতা ব্যানার্জি নিজে দোকান থেকে কুর্তা কিনে তাঁকে পাঠান । এই তথ্যকে হাতিয়ার করেই চলতি লোকসভা নির্বাচনে CPI(M) রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে কোমর বেঁধে আসরে নেমেছে ।

সেই প্রসঙ্গ তুলে সেলিম আরও বলেন, "2015 থেকে দিদিভাই ও মোদিভাইয়ের মধ্যে যে গোপন আঁতাত রয়েছে সে বিষয়ে আমরা বলে আসছি । মোদিজি এমনিতেই BJP এবং NDA-তে একঘরে হয়ে গেছেন । তাই ভোট পরবর্তী ফলাফল তাঁর অনুকূলে না গেলে অদূর ভবিষ্যতে দিদির সঙ্গে জোট বাঁধার পথ তাঁর খোলা রইল । "

তিনি বলেন, CPI(M) বহুদিন ধরেই দাবি করে আসছে যে মোদি-মমতা তরজা মেকি বাকযুদ্ধ ছাড়া আর কিছুই নয় । স্বয়ং প্রধানমন্ত্রীই কুর্তা-মিষ্টি সৌজন্যের প্রসঙ্গ তুলে কার্যত CPI(M)-এর দাবিতেই সিলমোহর দিয়েছেন ।

sample description
Last Updated : Apr 25, 2019, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.