ETV Bharat / state

Durga Puja 2022: স্বামীর অকাল মৃত্যু, সংসার টানতে নিজেই উমার মূর্তি গড়েন 'দশভুজা' অর্পিতা

author img

By

Published : Sep 5, 2022, 7:34 PM IST

Arpita Paul takes to idol making after husbands demise in Raiganj
Durga Puja 2022: স্বামীর মৃত্যুর পর সংসার টানতে মূর্তি গড়েন 'দশভুজা' অর্পিতা

মৃত স্বামীর পেশাকে আঁকড়ে 10 বছর ধরে দুর্গার মূর্তি গড়ছেন মৃৎশিল্পী অর্পিতা পাল (Arpita Paul) ৷ এখন রায়গঞ্জের কুমোরটুলির একজন স্বনামধন্য মৃৎশিল্পী হিসেবে পরিচিত তিনি (Durga Puja 2022) ৷ সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করাই প্রধান লক্ষ্য অর্পিতার ৷

উত্তর দিনাজপুর, 5 সেপ্টেম্বর: সংসার চালাতে প্রয়াত স্বামীর পেশাকে আঁকড়ে জীবনযাপন ৷ দীর্ঘ 10 বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পী অর্পিতা পাল । একা হাতে সংসারের সমস্ত কাজ সামলে তারই মাঝে দশভুজার মতো দেবী দুর্গার মূর্তি গড়ার কাজ করে চলেছেন তিনি (Durga Puja 2022) ।

সামনে দুর্গাপুজো ৷ তার আগে এখন চুড়ান্ত ব্যস্ততা কুমোর পাড়ায় । বিগত দু'বছর করোনার কারণে ভাটা পড়েছিল মৃৎশিল্পীদের জীবনে ৷ তেমনভাবে উপার্জন করতে পারেননি, তাই ভালো রোজগারের আশায় এবার বুক বাঁধছেন রায়গঞ্জের কাঞ্চনপল্লীর কুমোরটুলির মৃৎশিল্পী অর্পিতা পাল (Arpita Paul) ।

Arpita Paul takes to idol making after husbands demise in Raiganj
সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করাই এখন প্রধান লক্ষ্য অর্পিতার

কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে । রায়গঞ্জের কাঞ্চনপল্লীর কুমোরটুলির বাসিন্দা মৃৎশিল্পী গণেশ পালের সঙ্গে বিয়ে হয়েছিল অর্পিতা দেবীর । বিয়ের কয়েক বছর পরেই গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় স্বামীর । ছোট্ট দুই ছেলেমেয়েকে নিয়ে আচমকা এমন অবস্থায় মাথায় আকাশ ভেঙে পড়ে অর্পিতার । স্বামীর জীবদ্দশায় তাঁর সঙ্গে একটু-আধটু মৃৎশিল্পের কাজ শিখেছিলেন তিনি ৷ কীভাবে মৃন্ময়ীর অপরূপ মূর্তি তৈরি করতেন স্বামী গণেশ পাল বসে দেখতেন অর্পিতা । পরবর্তীকালে সেই অভিজ্ঞতাকেই কাজে লাগান তিনি ।

Arpita Paul takes to idol making after husbands demise in Raiganj
শয়ে শয়ে মূর্তি তৈরি করে চলেছেন অর্পিতা পাল

নিজে হাতে কাদামাটি ছেনে খড়ের কাঠামোর উপরে দেওয়া শুরু করেন মাটির প্রলেপ । হাতে তুলে নেন রং-তুলি । প্রথম প্রথম অনেক ঝড়-ঝাপটা সহ্য করলেও ধীরে ধীরে পরিণত হয়েছে তাঁর মৃৎশিল্পীর সত্ত্বা । স্বামী মারা যাওয়ার পর প্রায় 10 বছর ধরে শ'য়ে শ'য়ে মূর্তি তৈরি করে চলেছেন অর্পিতা । আর এখন রায়গঞ্জের কুমোরটুলির একজন স্বনামধন্য মৃৎশিল্পী হিসেবে প্রসিদ্ধ অর্পিতা পাল । বড় বড় পুজো কমিটির প্রচুর প্রতিমার বায়না আসে তাঁর কাছে । রায়গঞ্জের বাইরেও যায় অর্পিতার তৈরি প্রতিমা ।

Arpita Paul takes to idol making after husbands demise in Raiganj
রায়গঞ্জের কুমোরটুলির একজন স্বনামধন্য মৃৎশিল্পী হিসেবে পরিচিত তিনি

আরও পড়ুন: বায়না থাকলেও মাটির অভাব; পুজোর আগে সমস্যায় রায়গঞ্জের পটুয়া পাড়ার শিল্পীরা

10 বছর ধরে দুর্গার মূর্তি গড়ছেন মৃৎশিল্পী অর্পিতা পাল

অর্পিতা একজন সহকারী শিল্পীকেও রেখেছেন সহায়তার জন্য । প্রয়াত স্বামী গণেশ পালের শিল্প সত্ত্বাকেই বাঁচিয়ে রেখেছেন তিনি । সংসারের পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে একা হাতে লড়ে যাচ্ছেন রায়গঞ্জের কুমোরটুলির 'দশভুজা' অর্পিতা পাল (Arpita Paul from Raiganj owns her husbands profession after his death) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.