ETV Bharat / state

ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

author img

By

Published : Jun 11, 2021, 2:06 PM IST

ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার
ইটাহারে বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার

ইটাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইটাহারের কুরমানপুর এলাকার বাসিন্দারা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ইটাহার ,11 জুন : বিদ্যুতের খুটির তার ছিড়ে বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম আরতি দাস (61)। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহারের কুরমানপুর এলাকায় ৷ এরপরই এলাকায় বিদ্যুতের কেবল প্রতিস্থাপন ও ক্ষতিপূরণের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ৷ পরে ইটাহার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় সূত্রে খবর , বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টিতে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে গিয়ে বৃদ্ধার টিনের ঘরে পড়ে ৷ ফলে ঘরটিতে বিদ্যুৎ প্রবাহের কারণে ঘরেই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। আজ সকালে ঘরের ভিতর থেকে বৃদ্ধার নিথর দেহ দেখতে পান তাঁর ছেলে , বৌমা ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

আরও পড়ুন : নিউ টাউন এনকাউন্টার কাণ্ডে এবার নাম জড়াল পিংলার

অন্য দিকে ওই এলাকায় প্রতিটা বাড়িতে সংযোগকারী বিদ্যুতের খুঁটির তারের বদলে কেবল লাগানোর দাবি তোলেন স্থানীয়রা ৷ পাশাপাশি বৃদ্ধার মৃত্যুর ক্ষতিপুরণের দাবিতে সরব হন ইটাহারবাসী ৷ 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ৷ অকুস্থলে পুলিশ গেলে , পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় আবরোধকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.