ETV Bharat / state

লকডাউন : সুনসান রায়গঞ্জ, বন্ধ দোকানপাট

author img

By

Published : Sep 11, 2020, 8:05 PM IST

কোথাও কোনও দোকানপাট খোলা নেই । সুনসান চারিদিক । গাড়িও তেমন চোখে পড়েনি রাস্তায় । খুব প্রয়োজন না হলে মানুষকে রাস্তায় বেরোতেও দেখা যায়নি । আজ সকাল থেকে এটাই ছিল রায়গঞ্জের ছবি ।

লকডাউন
লকডাউন

রায়গঞ্জ, 11 সেপ্টেম্বর : আগামীকাল লকডাউন প্রত্যাহার করায় খুশি NEET পরীক্ষার্থীরা । রবিবার অর্থাৎ 13 সেপ্টেম্বর NEETপরীক্ষা । দূর থেকে যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবেন, তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত । আগামীকাল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে গণ পরিবহন । তবে আজ পূর্ব ঘোষণা মতো রাজ্যজুড়ে চলছে লকডাউন ।

গত সোমবারের মতো শুক্রবারের পূর্ণ লকডাউনকে সম্পূর্ণ সচেতন উত্তর দিনাজপুর জেলাবাসী । লকডাউন মেনে ঘরেই রয়েছেন মানুষ । রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে একই ছবি । আজকের লকডাউন স্বতঃস্ফূর্তভাবে মেনে চললেন উত্তরদিনাজপুর জেলার মানুষ ।

কোথাও কোনও দোকানপাট খোলা নেই । সুনসান চারিদিক । গাড়িও তেমন চোখে পড়েনি রাস্তায় । খুব প্রয়োজন না হলে মানুষকে রাস্তায় বেরোতেও দেখা যায়নি । আজ সকাল থেকে এটাই ছিল রায়গঞ্জের ছবি । এদিকে লকডাউন সফল করতে সকাল থেকেই তৎপর ছিল জেলা প্রশাসন । শহরের বিভিন্ন প্রান্তে ছিল পুলিশি টহল । চিকিৎসা সংক্রান্ত বিষয় ও অন্যান্য অত্যাবশ্যকীয় কাজ ছাড়া পথে কাউকে বেরোতে দেখলেই তাঁদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন পুলিশকর্মীরা ।

আরও পড়ুন : JEE-NEET : শনিবার লকডাউন থাকছে না রাজ্যে

রাজ্য সরকার প্রথমে সেপ্টেম্বর মাসের 7, 11, এবং 12 তারিখ পূর্ণ লকডাউনের ঘোষণা করেছিল । কিন্তু পরে NEET পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা ভেবে 12 সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য ।

উত্তর দিনাজপুর জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । রাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, জেলায় এখনও পর্যন্ত মোট 2697 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । এখনও পর্যন্ত জেলায় মারা গেছেন 25 জন । এই পরিস্থিতিতে মানুষ প্রশাসনের শুক্রবারের সম্পূর্ণ লকডাউনকে স্বতঃস্ফূর্তভাবে মেনে চলেছে । শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা, পৌর পরিষেবার সঙ্গে যুক্ত থাকা দু'একটি গাড়ি রাস্তায় বেরোতে দেখা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.