ETV Bharat / state

সংসারের হাল ধরতে গিয়ে থমকে যায় পড়াশোনা, 45 বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ বীথিকার !

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 6:46 PM IST

Postgraduate Degree: রায়গঞ্জের বীথিকা দাস ৷ এক সময়ে সংসারের চাপে বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা ৷ তবে তিনি থেমে থাকেননি ৷ কয়েক বছর আগে আবার শুরু করেছিলেন পড়াশোনা ৷ চলতি বছরের 12 ডিসেম্বর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ৷

Etv Bharat
Etv Bharat

45 বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ বীথিকার

রায়গঞ্জ, 26 ডিসেম্বর: বলা হয় বয়স শুধুমাত্র একটি সংখ্যা ৷ মনের ইচ্ছা থাকলে কোনও কিছুই বাধা নয় ৷ এই ধারণা যে একেবারে মিথ্যে নয় তার উদাহরণ দিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীথিকা দাস ৷ মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি ৷ সমাজের কাছে বার্তা দিলেন পড়াশোনার কোনও বয়স হয় না ৷ ইচ্ছা থাকলে যেকোনও বয়সে শিক্ষা অর্জন করা যায় ৷

রায়গঞ্জের চাপদুয়ার এলাকার বাসিন্দা বাথীকা দাস ৷ মা আরও ভাইয়ের সংসারে থাকেন ৷ আরও কিছু চার পেয়ে সদস্য আছে তাঁর পরিবারে ৷ তাদেরকেও নিজেই দেখভাল করেন ৷ ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল বীথিকার ৷ সংসারের হাল ধরতে গিয়ে প্রতিকূলতার কারণে বন্ধ হয়ে গিয়েছিল পড়াশোনা ৷ 45 বছর বয়সে দাঁড়িয়ে বাথীকা দেবী স্বপ্নপূরণের সাহসটা দেখালেন । সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেন উচ্চশিক্ষার জন্য স্নাতকস্তরে ভর্তি হওয়ার । সেইমত ভর্তি হন কলেজে । স্নাতক সম্পন্ন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হন । সংসার সামলে প্রতিদিন নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন ৷ গত 12 ডিসেম্বর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন বিথীকা দাস ।

বছর পঁয়তাল্লিশের বীথিকা দাস বলেন, "অনেক কষ্ট করে পড়াশোনা করেছি । আমার স্বপ্ন পূরণ করছি । সব কিছু সামলে নিয়মিত কলেজ যেতাম ৷ ছোট ছোট ভাই বোনদের সঙ্গে ক্লাস করেছি । তাঁরা আমাকে অনেক সাহায্য করেছে। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় আমার স্বপ্ন পুরণ করতে সাহায্য করেছে । আগামিদিনে আমার বাংলায় পিএইচডি করার ইচ্ছা আছে ।"

বীথিকা দেবীর পড়াশোনায় মনোযোগী ছাত্রী পেয়ে খুশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকার ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "আমাদের জীবনে এমন ঘটনা আসে না। অনেকেই পড়াশোনা করতে চায় না ৷ এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে 45বছরের একজন ভদ্রমহিলা মাস্টার্স ডিগ্রি শেষ করলেন ৷ সত্যিই আমি আপ্লুত ৷" পাশাপাশি নারী শিক্ষার জগতে এটি একটি বড় সাফল্য বলে জানান রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দূর্লভ সরকার।

আরও পড়ুন:

  1. রোদ-বৃষ্টির মধ্যে চলছে পড়াশোনা; আবেদন করেও সংস্কার হয়নি বোলতলা প্রাথমিক বিদ্যালয়ের
  2. মায়ের ভরণপোষণের মামলা জিততে আইন নিয়ে পড়াশোনা ছেলের, পেলেন সুবিচারও
  3. মসজিদ প্রাঙ্গণে পড়াশোনা, পড়ুয়াদের স্বার্থে বন্ধ আজানের মাইক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.