ETV Bharat / state

উত্তর দিনাজপুরে পৃথক 2 পথ দুর্ঘটনায় মৃত 5

author img

By

Published : Oct 28, 2019, 7:15 AM IST

উত্তর দিনাজপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত 5 ৷ দুর্ঘটনাটি দুটি ঘটেছে ইটাহার ও রায়গঞ্জে ৷

Breaking News

ইটাহার ও রায়গঞ্জ, 28 অক্টোবর : দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 5 জনের ৷ আহত আরও 2 জন ৷ একটি দুর্ঘটনা ঘটেছে ইটাহার থানার মারনাই মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে ৷ অপর দুর্ঘটনাটি হয়েছে রায়গঞ্জ থানার রূপাহার এলাকার 34 নম্বর জাতীয় সড়কে । মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷

উত্তর দিনাজপুরের ইটাহার থানার বাঙার চেকপোস্ট থেকে একটি টোটো তিনজন যাত্রীকে নিয়ে মারনাই ফিরছিল । মারনাই মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে রায়গঞ্জের দিক থেকে আসা একটি লরির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনার পর লরির চালক লরি নিয়ে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় টোটোচালক ও যাত্রীদের ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । মৃত্যু হয় টোটোচালকসহ তিনজনের ৷ এই ঘটনায় মারনাই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইটাহার থানার পুলিশ । মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় ।

accident
মৃত যুবক

অন্যদিকে, রায়গঞ্জ থানার রূপাহারের 34 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে স্কুটির ধাক্কা লাগে । স্কুটিতে তিনজন ছিলেন ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় দু'জনের । একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয় । ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করেছে রায়গঞ্জ থানার পুলিশ । দুটি পৃথক পথ দুঘটনার তদন্ত করছে পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ২৭ অক্টোবর, প্রসুন মৈত্র: দুটি পৃথক পথ দূঘটনায় মৃত্যু ৫ আহত ২, দুটি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ও অপরটি হয়েছে রায়গঞ্জ থানার রুপাহার এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের নাম জানা যায়নি। এই দুটি ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্গার চেকপোস্ট থেকে একটি টোটোতে তিনজন যাত্রীকে নিয়ে মারনাই ফিরছিল। মারনাই মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে টোটোটি পৌছালে রায়গঞ্জ দিক থেকে আসা একটি লড়ির সাথে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। লড়ির চালক ঘটনাস্থল থেকে লড়ি নিয়ে পালিয়ে যায়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো চালক সহ আরও দুজনের। গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এই ঘটনায় মারনাই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। মৃতদেহ তিনটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে একটি স্কুটিতে ৩ জন রায়গঞ্জ থানার রুপাহার থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা একটি লড়ির সাথে তাদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ১ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ দুটি ময়না তদন্তের রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘাতক লড়িটিকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। দুটি পৃথক পথ দূঘটনার তদন্ত করছে পুলিশ।Body:abcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.