ETV Bharat / state

করোনায় আক্রান্ত একই হোমের 23 জন কিশোর

author img

By

Published : Jun 6, 2021, 10:56 PM IST

গত কয়েকদিন আগে ওই হোমের আবাসিকদের মধ্যে দু‘জনের উপসর্গ থাকায় তাদের লালারসের নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । পরে বাকিদের টেস্ট করা হলে সেক্ষেত্রে আরও 21 জনের রিপোর্ট পজিটিভ আসে ।

করোনায় আক্রান্ত একই হোমের 23 জন আবাসিক
করোনায় আক্রান্ত একই হোমের 23 জন আবাসিক

রায়গঞ্জ, 6 জুন : করোনায় আক্রান্ত এবারে 23 জন কিশোর । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত রাজ্য সরকারের অধীনস্ত সিএনসিপি বয়েজ হোমে আক্রান্ত 23 আবাসিক । 26 জন আবাসিকের মধ্যে 23 জন আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য আধিকারিকরা ৷

স্বাস্থ্য দফতর ও সংঘ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ওই হোমের আবাসিকদের মধ্যে দু‘জনের উপসর্গ থাকায় তাদের লালারসের নমুনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে । পরে বাকিদের টেস্ট করা হলে সেক্ষেত্রে আরও 21 জনের রিপোর্ট পজিটিভ আসে ।

কালিয়াগঞ্জ তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য বলেন, "আবাসিকদের সংক্রমণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দলের তরফ থেকে ওই হোমটিকে স্যানিটাইজ করা হয়েছে ৷"

26 জন আবাসিকের মধ্যে 23 জন আবাসিক করোনায় আক্রান্ত

স্বাস্থ্য দফতর ও স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আবাসিকদের পরিচর্যা ও চিকিৎসার ব্যবস্থা শুরু হয়েছে বলে সংঘ সূত্রে খবর । এদিকে আসন্ন করোনার তৃতীয় ঢেউ ৷ যাতে শিশুদের আক্রান্ত সম্ভাবনা অনেক বেশি ৷ এই পরিস্থিতিতে সরকার যখন একাধিক ব্যবস্থা নিচ্ছে, তার আগে উত্তর দিনাজপুরের এই হোমে এতজন আবাসিকদের একসঙ্গে কোভিড পজিটিভ হওয়ার ঘটনা যথেষ্টই ভাবনার বিষয় বলে মনে করছেন স্বাস্থ্য দফতরে আধিকারিকরা ।

আরও পড়ুন : বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.