ETV Bharat / state

মদের আসরে ঝগড়া, যুবককে গুলি দাদার

author img

By

Published : Aug 26, 2019, 5:58 PM IST

নিমতার অম্বিকানগরে মদের আসরে কথা কাটাকাটি ৷ রিভলভার বের করে যুবককে গুলি দাদার ৷ হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

মৃত ভাই অভিজিৎ চৌধুরী

দমদম , 26 অগাস্ট : মদের আসরে ঝগড়ার সময় যুবককে গুলি দাদার ৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন ৷ মৃতের নাম অভিজিৎ বারুই (22) ৷ ঘটনাটি নিমতা থানার অম্বিকানগরের ৷ অভিযুক্ত দাদা সুরজিৎ বারুইকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ৷ তার বিরুদ্ধে খুনের মামলা রজু হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গেছে , পাটনা ঠাকুরতলা এলাকার অম্বিকানগরে সুরজিৎ তার খুড়তুতো ভাই অভিজিৎ ও আরও কয়েকজনকে নিয়ে গতকাল রাত 12টা নাগাদ স্থানীয় মন্দিরের চাতালে মদের আসর বসায় । সেখানেই দুই ভাইয়ের মধ্যে কোনও বিষয়ে গোলমাল শুরু হয় । সেইসময় রিভলভার বের করে সুরজিৎ অভিজিৎকে ভয় দেখানোর জন্য পায়ের দিকে গুলি চালায় । সেই গুলি চাতালে লেগে ছিটকে যায় ও অভিজিতের বুকে লাগে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়ে সে । গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে আসেন । এরপর অভিজিৎকে পানিহাটি স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিমতা থানার পুলিশ । স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ।

আরও পড়ুন : গলা কেটে শিশুকে খুন, মাকে খুনের চেষ্টা

স্থানীয়দের বক্তব্য, অভিজিৎ ভালো ফুটবল খেলতেন ৷ এলাকায় ভালো ছিল হিসেবে পরিচিত ছিল ৷

পুলিশ জানিয়েছে , ছোটোখাটো কোনও বচসার জেরেই দাদা তার ভাইকে গুলি করেছে । আজ সকালে সুরজিৎকে গ্রেপ্তার করা হয় । পুলিশের বক্তব্য, অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে । মদের নেশায় সে গুলি করে বসেছে বলেও দাবি তার । মদের আসরে উপস্থিত সঞ্জয় মিত্র নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় ৷ ধৃত দু'জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয় ৷ তাদের 9 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

Intro:

দমদম, ২৬ আগস্ট: মদের আসরে ভাই কে গুলি করে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে নিমতা থানা এলাকার অম্বিকানগরে। মৃতের নাম অভিজিৎ বারুই(২২)। অভিযুক্ত দাদা সুরজিৎ বাড়ুইকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ। পুলিশ খুনের মামলা রুজু করেছে।


Body:স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে পাটনা ঠাকুরতলা এলাকার অম্বিকানগরে সুরজিৎ তার খুড়তুতো ভাই অভিজিৎ এবং বেশ কয়েকজনকে নিয়ে রাত। ১২টা নাগাদ এক স্থানীয় মন্দিরের চাতালে মদের আসরে বসে। দুই ভাইয়ের মধ্যে কোন একটি বিষয়ে গোলমাল শুরু হয়। হঠাৎই কোমর থেকে রিভলবার বের করে সুরজিৎকে ভয় দেখানোর জন্য পায়ের দিকে গুলি করে। গুলি চাতালে লেগে ছিটকে বুকে লেগে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পরে অভিজিৎ। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসে। এরপর অভিজিৎ কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিমতা থানার পুলিশ। তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানিয়েছে ছোটখাটো বচসার জেরেই দাদা ভাইকে গুলি করেছে। আজ সকালে সুরজিৎ কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে। মদের নেশায় সে গুলি করে বসেছে বলে দাবি তার। আরও জানা গেছে অভিজিৎ ভালো ফুটবল খেলত এবং সুরজিৎ উত্তর দমদম পৌরসভার কর্মী ছিল। কয়েক মাস আগে নিম তার পার্টনার ঠাকুরতলা এলাকায় তৃণমূল কর্মী নির্মল কুন্ডু গুলি করে খুন হয়েছিল। এই এলাকায় ফের গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.