ETV Bharat / state

ত্রাণ না পাওয়ার অভিনয় করিয়ে নুসরতকে বার্তা সোশাল মিডিয়ায়, গ্রেপ্তার যুবক

author img

By

Published : Apr 20, 2020, 12:11 AM IST

পুরোটাই অভিনয় ৷ ঘটনায় সন্দেহ হয় পুলিশের ৷ তদন্তে নেমে জানা যায়, ওই যুবক একজন যাত্রাভিনেতাকে দিয়ে ওই ভিডিয়ো বানায় ৷ এরপর ওই যুবককে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতের নাম এনামুল শাহাজি ।

youth arrested for posting fake video on social media in basirhat, north 24 paraganas
ত্রাণ না পাওয়ার অভিনয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক

বসিরহাট, 19 এপ্রিল : ত্রাণ না পাওয়ার মিথ্যা অভিনয় ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক ৷ এক যাত্রাশিল্পী মুখ্যমন্ত্রী ও বসিরহাটের সাংসদ নুসরত জাহানের উদ্দেশ্যে বলেছিলেন, তাঁরা অনাহারে দিন কাটাচ্ছেন । তাঁরা খেতে পাচ্ছেন না । মুখ্যমন্ত্রী যেন বিষয়টা দেখেন । সেই ছবি মোবাইলে তুলে সোশাল মিডিয়ায় ছড়িয়েছিলেন তিনি ৷

এবার জানা গেল , পুরোটাই অভিনয় ৷ ঘটনায় সন্দেহ হয় পুলিশের ৷ তদন্তে নেমে জানা যায়, ওই যুবক একজন যাত্রাভিনেতাকে দিয়ে ওই ভিডিয়ো বানায় ৷ এরপর ওই যুবককে গ্রেপ্তার করা হয় ৷ ধৃতের নাম এনামুল শাহাজি । বাড়ি বসিরহাট থানার উত্তর বাগুন্ডি গ্রামে । বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সোশাল মিডিয়ায় ওই যুবক মিথ্যা প্রচার চালাচ্ছিল । তিনি আসলে বসিরহাটের মাটিয়া থানার চৈতা এলাকার এক যাত্রাশিল্পীকে দিয়ে ওই অভিনয় করান ৷ তিনি অভিনয় করে ত্রাণের আকুল আবেদনের ছবি মোবাইলে তুলে শেয়ার করেছিল ।

সোশাল মিডিয়ায় ওই ভিডিয়ো দেখার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ওই যাত্রাশিল্পীর সঙ্গে যোগাযোগ করে । ওই শিল্পী বলেন, তাঁকে দিয়ে অভিনয় করানো হয়েছিল । এরপর এনামুলকে গ্রেপ্তার করে মাটিয়া থানার পুলিশ ৷ পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে এনামুল । পুলিশ ধৃত যুবকের কাছ থেকে সেই মোবাইলটিও উদ্ধার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.