ETV Bharat / state

দিলীপ ঘোষের আরোগ্য় কামনায় মহাযজ্ঞ

author img

By

Published : Oct 18, 2020, 1:24 PM IST

বর্তমানে দিলীপ ঘোষকে সল্টলেকের বেসরকারি হাসপাতালের HDU(হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-এ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, দিলীপবাবুর শরীর ঠিক আছে ৷ জ্বর আগের থেকে কমেছে ৷ কোনো কোমর্বিডিটির উপসর্গও তাঁর শরীরে নেই ৷

yagna_for_speedy_recovery_of_state_bjp_president_dilip_ghosh
দিলীপ ঘোষের আরোগ্য় কামনায় মহাযজ্ঞ

বারাসত, 18 অক্টোবর : কোরোনা আক্রান্ত BJP-র রাজ্য় সভাপতি তথা মেদিনীপুরের সাসংদ দিলীপ ঘোষের আরোগ্য় কামনায় মহাযজ্ঞের আয়োজন বারাসতে ৷ শনিবার রাতে বারাসতের দলীয় কার্যালয়ে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় ৷ রামের ছবি সামনে রেখে, পুরোহিত দিয়ে ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্য়মে সম্পন্ন হয় সেই যজ্ঞ ৷ যজ্ঞে BJP কর্মী ও স্থানীয় নেতা সহ বারাসতের সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ৷ তবে, কোরোনা আবহের কারণে সীমিত সংখ্যক কর্মীদেরই সেখানে হাজির থাকার অনুমতি দেওয়া হয় ৷

শুক্রবার রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ এরপরেই তাঁকে সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে তাঁকে হাসপাতালের HDU(হাই ডিপেন্ডেন্সি ইউনিট)-এ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, দিলীপবাবুর শরীর ঠিক আছে ৷ জ্বর আগের থেকে কমেছে ৷ কোনও কোমর্বিডিটির উপসর্গও তাঁর শরীরে নেই ৷ এর আগে একাধিক BJP-র নেতা ও সাংসদ কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফের স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছেন ৷ ফলে BJP নেতা ও কর্মীদের আশা দ্রুত সুস্থ হয়ে রাজ্য় BJP-র সভাপতি আবারও রাজনৈতিক কাজকর্মে যুক্ত হতে পারবেন ৷ সেই আশাতেই তাঁর আরোগ্য় কামনা করে জেলায় জেলায় মহাযজ্ঞের আয়োজন করছেন স্থানীয় নেতারা ৷

এ বিষয়ে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায় বলেন, "দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কোরোনা মুক্ত হয়ে দ্রুত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হোন, এটাই আমরা চাই। উনি BJP-র নেতা ও কর্মীদের কাছে অনুপ্রেরণা। সেই কারনে তাঁর আরোগ্য ও মঙ্গল কামনায় আমরা মহাযজ্ঞ করলাম দলের জেলা কার্যালয়ে। আমাদের বিশ্বাস উনি দ্রুত কোরোনাকে জয় করে বাড়ি ফিরবেন। "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.