ETV Bharat / state

বোমাবাজির আতঙ্কে জগদ্দলে হৃদরোগে মৃত্যু মহিলার

author img

By

Published : May 18, 2021, 1:17 PM IST

Updated : May 18, 2021, 1:46 PM IST

বোমাবাজির আতঙ্কে জগদ্দলে হৃদরোগে মৃত্যু মহিলার
বোমাবাজির আতঙ্কে জগদ্দলে হৃদরোগে মৃত্যু মহিলার

বোমাবাজির ঘটনার জেরে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জগদ্দলে মৃত্যু হল এক মহিলার । আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে ।

জগদ্দল, 18 মে : জগদ্দলে বোমাবাজির জেরে আতঙ্কে হৃদরোগে মৃত্যু হল এক মহিলার । মৃত মহিলার নাম রামাবতী দেবী (58) । ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ।



সোমবার রাতে ভাটপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বারুইপাড়ার 22 নম্বর গলিতে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোমাবাজির ঘটনার জেরেই আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মহিলার । নির্বাচনের সময় থেকে দিনের পর দিন বোমা বর্ষণে এলাকার মানুষ আতঙ্কিত । প্রত্যেকে চায় এলাকায় শান্তি ফিরে আসুক । প্রত্যেকবার বোমাবাজির পর এলাকায় পুুুলিশ আসে । পুলিশ চলে গেলেই আবার শুরু হয়ে যায় বোমাবাজি ।

বোমাবাজির আতঙ্কে জগদ্দলে হৃদরোগে মৃত্যু মহিলার

আরও পড়ুন : এসএসকেএম হাসপাতালে আনা হল সুব্রত মুখোপাধ্যায়কে



আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা । তিনি জানান, গতকালের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে । পরপর এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি । তদন্তের পাশাপাশি দোষীদের গ্রেফতারের জন্য পুলিশি তল্লাশি চলবে ।

Last Updated :May 18, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.