ETV Bharat / state

কোরোনার প্রভাব পড়ল বড়দিনের উৎসবে, গির্জায় সাধারণের প্রবেশ নিষেধ

author img

By

Published : Dec 25, 2020, 11:51 AM IST

চলতি বছর বড়দিনের উৎসবের মৌলিক রীতিগুলো সবই পালন করা হবে । তবে, কোনও কিছুতে জৌলুস থাকবে না ।

Church
Church

গোবরডাঙা, 24 ডিসেম্বর : দুর্গাপুজো বা ইদের মতো কোরোনার প্রভাব পড়ল বড়দিনের উৎসবেও । ছোটো করা হচ্ছে উৎসব । উত্তর 24 পরগনা জেলার অন্যতম বড় গির্জা গোবরড়াঙার বামনডাঙা শান্তিরানি গির্জা । চলতি বছরে বড়দিনের উৎসবে সেখানে সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে । মুখভার বাসিন্দাদের । হাবড়া থেকে গৌরবঙ্গ রোড ধরে 12 কিলোমিটার দূরে বামনডাঙা শান্তিরানি গির্জা । গত শতকের ছয়ের দশকের শেষ দিকে এই গির্জা গড়ে ওঠে । বামনডাঙা, রানিডাঙা, রায়পুর ও কামদেবকাটি এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের আবেগের পীঠস্থান । প্রতি বছর জাঁকজমকপূর্ণ ভাবে গির্জায় বড়দিন পালিত হয় । বড়দিনের উৎসব ঘিরে গির্জার সামনে মেলাও বসে । 24 ডিসেম্বর মধ্যরাত থেকে শুরু হয় উৎসব ।

কিন্তু চলতি বছর সেই উৎসবে ভাটা পড়েছে । কারণ অবশ্যই কোরোনা । গির্জা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছর বড়দিনের উৎসবের মৌলিক রীতিগুলো সবই পালন করা হবে । তবে, কোনও কিছুতে জৌলুস থাকবে না । অর্থাৎ মধ্যরাতের প্রার্থনা সন্ধেবেলাতেই তিনটি ভাগে করা হচ্ছে । গির্জার সামনে এবার আর মেলা বসছে না । সামাজিক দূরত্ববিধি মানার লক্ষে গির্জায় এবার সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে । গির্জার প্রার্থনা কক্ষ সাজানো হলেও সেখানে সবাই একবারে ঢুকতে পারবেন না । সব মিলিয়ে কোনও রকমে ছোটো করে পালন করা হবে বড়দিনের উৎসব । গির্জার ফাদার বার্নাবাস বলেন, "চারিদিকে কোরোনা বিপদ । উৎসব পালন করতে গিয়ে মানুষের বিপদ যাতে না হয়, তাই এবার আমরা ছোটো করে বড়দিনের উৎসব করছি । পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আমরা আবার বড় করে বড়দিনের উৎসব পালন করব । "

কোরোনার প্রভাব পড়ল বড়দিনের উৎসবে

গির্জার অধীনে রয়েছে একটি স্কুল । সেই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার স্মিতা বলেন, "আমাদের এখানে খুব বড় করে বড়দিনের উৎসব হয় । চলতি বছর কোরোনার কারণে ছোটো করে বড়দিনের উৎসব হবে । আগামী বছর বড় করে এই উৎসব হবে ।" ডেনিস বাড়ৈ নামে এক ব্যক্তি বলেন, "কোরোনার কারণে শুধু উৎসবই ছোটো করা হয়নি । অন্যান্য বছর বাইরের বহু মানুষ আমাদের এই উৎসবে যোগ দেন । চলতি বছরে গির্জায় সাধারণের প্রবেশও নিষিদ্ধ হয়েছে ।" গির্জার আবাসিক দশম শ্রেণির ছাত্রী পুজা বৈরাগী বলেন, "আমাদের আবেগের উৎসব বড়দিন । কোরোনার কারণে সেই উৎসব ছোটো করে হচ্ছে । ভীষণ মন খারাপ লাগছে । কিন্তু কিছু করার নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.