ETV Bharat / state

বনগাঁ ও অশোকনগরে চালু 100 বেডের দুটি সেফ হোম

author img

By

Published : May 9, 2021, 10:21 PM IST

রবিবার বিকেলে বনগাঁ শহরের পথের সাথীতে 100 বেডের সেফ হোম চালু করা হয়েছে । পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সেফ হোমে অক্সিজেনসহ সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দেখাশোনা করবেন । পাশাপাশি প্রশাসকদের নির্দেশ মতো একইভাবে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় 100 বেডের সেফহোম চালু করা হয়েছে ।

Two 100-bed safe homes in Bangaon and Ashoknagar
বনগাঁ ও অশোকনগরে চালু 100 বেডের দুটি সেফ হোম

বনগাঁ, 9 মে : করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বনগাঁ ও অশোকনগরে খোলা হল 100 বেডের দুটি সেফ হোম । সোমাবার থেকে সেখানে করোনা আক্রান্ত রোগীরা থাকতে পারবেন । করোনার দ্বিতীয় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । উদ্বেগ বাড়ছে উত্তর 24 পরগনা জেলাতেও । জেলার করোনা হাসপাতালগুলিতে ইতিমধ্যে প্রায় বেড শূন্য । এই অবস্থায় সেফ হোমের মতো বিকল্প উদ্যোগ নিল পৌরপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ।

রবিবার বিকেলে বনগাঁ শহরের পথের সাথীতে 100 বেডের সেফ হোম চালু করা হয়েছে । পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সেফ হোমে অক্সিজেনসহ সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত দেখাশোনা করবেন । করোনা আক্রান্ত রোগীদের বাড়ি থেকে সেফ হোমে নিয়ে আসার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে পৌরসভা । হোমে থাকা রোগীরা যাতে একাকিত্ব বোধ না করেন তার জন্য টিভির ব্যবস্থা করা হয়েছে ।

পাশাপাশি প্রশাসকদের নির্দেশ মতো একইভাবে অশোকনগরের নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় 100 বেডের সেফহোম চালু করা হয়েছে । এই সেফ হোম হওয়ায় অশোকনগর পৌরসভার, শহর এবং গ্রামের করোনা রোগীদের অনেকটা সুবিধা হবে ।

আরও পড়ুন : উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 4 হাজার ছুঁই ছুঁই, রাজ্যে আজও 19 হাজারের বেশি

বনগাঁ পৌরসভার মুখ্য প্রশাসক শংকর আঢ্য বলেন,"বনগাঁর প্রশাসন ও স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো বনগাঁর পথের সাথীতে 100 বেডের সেফ হোমের ব্যবস্থা করা হল । সেফ হোমে তিনজন চিকিৎসক নিয়োগ করা হয়েছে । চিকিৎসকদের পাশাপাশি নার্স এবং পৌরসভার কর্মীরা ওখানে থাকবেন । ওখানে যে সমস্ত রোগীরা থাকবেন তাদের বিনোদনের জন্য টিভির ব্যবস্থা থাকছে । খাবার থেকে চিকিৎসা পরিষেবা সব কিছুর ব্যবস্থা করবে পৌরসভা । আমি শুধু মানুষকে অনুরোধ করব কেউ করোনা আক্রান্ত হলে মুখ বুজে চুপ করে বাড়িতে থাকবেন না । আপনারা সেফ হোমে এলে উপলব্ধি করবেন যেন পরিবারের মধ্যেই রয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.