ETV Bharat / state

ফের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল

author img

By

Published : May 10, 2021, 5:14 PM IST

মার্চ মাসের 1 তারিখ তৃণমূলের পক্ষ থেকে 14 জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাবের দাবি তোলেন । 14 জন পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব বাগদার বিডিওর রিসিভিং সেকশনে জমা দেয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা । সেই সময় অনাস্থায় ত্রুটি থাকার কারণে তা খারিজ হয়ে যায় । আজ আবার নতুন করে 14 জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় । যদিও এই অনাস্থা প্রস্তাব জমা প্রসঙ্গে মুখ খুলতে চাননি বাগদার বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায় ।

ফের সিন্দ্রানী গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল
ফের সিন্দ্রানী গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল

বাগদা, 10 মে :ফের বিজেপি পরিচালিত সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল । সোমবার দুপুরে পঞ্চায়েতের 14 জন অনাস্থা প্রস্তাব জমা দেন উত্তর 24 পরগনার বাগদা বিডিওর কাছে । এর আগে মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল । প্রস্তাব জমা দেওয়ার ত্রুটি থাকায় তা খারিজ হয়ে গিয়েছিল ।

বাগদা ব্লকের সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে মোট 26টি আসনের মধ্যে 13টি আসনে জয়ী হয়েছিল বিজেপি । দুটি নির্দল ও তৃণমূল কংগ্রেস পায় 11টি আসন । দলের 13 এবং দুই নির্দল সদস্য নিয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি । প্রধান হন লতিকা মণ্ডল । 2019 সালের তিনজন বিজেপি সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে । ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় বিজেপি । মার্চ মাসের 1 তারিখ তৃণমূলের পক্ষ থেকে 14 জন পঞ্চায়েত সদস্য অনাস্থা প্রস্তাবের দাবি তোলেন । 14 জন পঞ্চায়েত সদস্যের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব বাগদার বিডিওর রিসিভিং সেকশনে জমা দেয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা । সেই সময় অনাস্থায় ত্রুটি থাকার কারণে তা খারিজ হয়ে যায় । আজ আবার নতুন করে 14 জন পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় । যদিও এই অনাস্থা প্রস্তাব জমা প্রসঙ্গে মুখ খুলতে চাননি বাগদার বিডিও সৌমেন্দু গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন, কোভিড আবহে ভোগান্তি, শিলিগুড়িতে নয়া শ্মশানঘাট তৈরিতে উদ্যোগী গৌতম


এই বিষয়ে বিজেপি নেত্রী বিভা মজুমদার বলেন, "তৃণমূল তো আবার সরকার গড়েছে । এখন অনাস্থা ডাকতেই পারে ওরা । কিন্তু বিজেপি লড়াইয়ের দল । লড়াই করে আমরা বাগদায় দুটি পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি । অনাস্থা যে কেউ আনতেই পারে ।’’ বাগদায় বিজেপির যে কটা পঞ্চায়েত ছিল তাইই থাকবে বলে দাবি করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.