ETV Bharat / state

জগদ্দলে তৃণমূল কর্মী খুন

author img

By

Published : Nov 19, 2020, 10:18 AM IST

Updated : Nov 19, 2020, 10:24 AM IST

মৃতের পরিবারের অভিযোগ, গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অশোক সাউ ও তাঁর দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে মেরে আকাশকে হত্যা করে ৷ তারপর বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে তারা ৷

তৃণমূল কর্মী খুন
তৃণমূল কর্মী খুন

জগদ্দল, 19 নভেম্বর : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে ৷ উত্তর 24 পরগনার জগদ্দল থানার পাল ঘাট রোড এলাকার ঘটনা ৷ মৃতের নাম আকাশ প্রসাদ ৷

আকাশ তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সোমনাথ শ্যামের অনুগামী বলে এলাকায় পরিচিত ৷ মৃতের পরিবারের অভিযোগ, গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অশোক সাউ ও তাঁর দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আগ্নেয়াস্ত্রর বাঁট দিয়ে মেরে আকাশকে হত্যা করে ৷ তারপর বোমাবাজি করতে করতে এলাকা ছাড়ে তারা ৷

জগদ্দলে তৃণমূল কর্মী খুন

যদিও তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম এই ঘটনার জন্য BJP-কে দুষেছেন ৷ তাঁর দাবি, ‘‘এই ঘটনা ঘটিয়েছে BJP আশ্রিত দুষ্কৃতীরা ৷ এতে তৃণমূলের কেউ জড়িত নয় ৷’’

এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ সাংসদ অর্জুন সিং বলেন, ‘‘আকাশ প্রসাদ একজন দুষ্কৃতী ও বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল বলে জানতাম ৷ কিন্তু তৃণমূল কর্মী বলে জানতাম না ৷ এই ঘটনায় BJP-র কোনও যোগ নেই ৷ একথা আকাশের পরিবারই বলছে ৷ তৃণমূল তাদের গোষ্ঠীকোন্দল BJP-র উপর চাপানোর চেষ্টা করছে ৷’’

Last Updated : Nov 19, 2020, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.