ETV Bharat / state

'বালু'হীন হাবরা বিধানসভায় সংগঠন দেখভালে 7 সদস্যের কমিটি গঠন করছে তৃণমূল জেলা নেতৃত্ব

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 11:31 AM IST

জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে বর্তমানে সংশোধনাগারে ৷ তাই তাঁর অবর্তমানে হাবরা বিধানসভায় সংগঠন দেখাশোনার জন্য সাতজনের একটি কমিটি গঠন করতে চলেছে তৃণমূল জেলা নেতৃত্ব ।

Jyotipriya Mullick
জ্যোতিপ্রিয় মল্লিক

হাবরা, 15 ডিসেম্বর: দলের প্রভাবশালী নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে 'বালু'-র অভাব পূরণ ক‍রতে হাবরা বিধানসভায় সাতজনের একটি কমিটি গঠন করতে চলেছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব । রেশন দুর্নীতি কাণ্ডে জেলার হেভিওয়েট নেতা তথা প্রাক্তন খাদ‍্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর থেকেই হাবরা বিধানসভার দলীয় সংগঠন কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের প্রথম সারির নেতারা । সেই কারণে লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে সেখানে বিশেষ নজর দেওয়ার কাজ শুরু করেছে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া আটজনের কোর-কমিটি । এ নিয়ে কোর-কমিটির সদস্যরা নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনাও সেরে ফেলেছেন বলে জানা গিয়েছেন ।

বৃহস্পতিবার বারাসতে জেলাপরিষদের তিতুমীর সভাকক্ষে কোর কমিটির যে বর্ধিত বৈঠক আয়োজিত হয়, সেখানেও ঘুরেফিরে এসেছে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হাবরা বিধানসভার কথা । এরপরই সেখানে সংগঠনে বাড়তি নজর দিতে সাতজনের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূলের কোর-কমিটি । এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে ।

প্রসঙ্গত, প্রাক্তন খাদ্যমন্ত্রী 100 কোটিরও বেশি টাকার রেশন দুর্নীতিতে জড়িত বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি ৷ জ্যোতিপ্ৰিয় মল্লিকের স্ত্রী এবং কন্যার নামে 58টি ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে । এই 58টি ফিক্সড ডিপোজিটের মোট টাকার অঙ্ক প্রায় তিন কোটি । একজন মন্ত্রীর মেয়ে এবং স্ত্রীর কীভাবে তিন কোটি টাকার সম্পত্তি থাকতে পারে সেই নিয়েই ইতিমধ্যে উঠেছে প্রশ্ন । যেভাবে রোজ তদন্তের জালে জড়াচ্ছেন জ্যোতিপ্রিয়, এই অবস্থায় তাঁর কেন্দ্র দেখভালের জন্য শাসক দল কমিটি গঠন করলেও তা কতটা কার্যকরী হবে, তা সময়ই বলবে ৷

আরও পড়ুন:

  1. জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী-মেয়ের তিন কোটি টাকা বাজেয়াপ্ত, ইডি-কে কটাক্ষ শতরূপের
  2. জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়ের নামে থাকা 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত ইডির
  3. 100 কোটি টাকার রেশন দুর্নীতিতে যুক্ত জ্যোতিপ্রিয়-বাকিবুর, চার্জশিটে উল্লেখ ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.