ETV Bharat / state

Saugata Roy: মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক

author img

By

Published : Sep 12, 2022, 8:35 PM IST

Updated : Sep 12, 2022, 8:47 PM IST

tmc-mp-saugata-roy-makes-controversial-remark-on-double-murder-in-baguiati
Saugata Roy: মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক

সম্প্রতি বাগুইআটিতে জোড়া খুনের (Baguiati Double Murder) ঘটনা ঘটে ৷ যে দুই ছাত্র মারা গিয়েছেন, তারা মাদকাসক্ত ছিল বলে দাবি করেছেন দমদমের সাংসদ সৌগত রায় (TMC MP Saugata Roy) ৷

কলকাতা, 12 সেপ্টেম্বর : বিতর্ক পিছু ছাড়ছে না দমদমের সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত রায়ের (TMC MP Saugata Roy) ৷ এবার বাগুইআটি জোড়া খুন (Baguiati Double Murder) নিয়ে তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাগুইআটি কাণ্ডে নিহত দুই ছাত্র মাদকাসক্ত ছিল বলে মন্তব্য করেছেন ৷

রবিবার উত্তর 24 পরগনার বরানগরে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সৌগত রায় ৷ সেখানে তিনি বলেছেন, “ছেলেরা অনেকে ভুল পথে যাচ্ছে । কয়েকদিন আগে বাগুইআটিতে দু’টো ছেলে খুন হল । আমি গিয়েছিলাম তাদের বাড়িতে । বাবা-মা দুঃখ করছে, অপরাধীদের ধরা হয়েছে । আমি শুনলাম ছেলে দু’টোই ড্রাগের নেশা করত । একটা বাচ্চা ছেলে ষোল বছর বয়স, এন টেন ট্যাবলেট খেয়ে নেশা করত ৷”

মাদকাসক্ত ছিল বাগুইআটির নিহত দুই ছাত্র, সৌগতর মন্তব্যে বিতর্ক

এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ কিন্তু এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বিরোধীরা এই নিয়ে তোপ দেগেছেন সৌগত রায়ের বিরুদ্ধে ৷ বিরোধীদের দাবি, পুলিশি তদন্তে যখন এমন কোনও তথ্য উঠে আসেনি, তখন সৌগত রায় কীভাবে এই মন্তব্য করলেন !

প্রসঙ্গত, বাগুইআটির এই ঘটনা গত কয়েকদিন ধরেই তোলপাড় গোটা রাজ্য ৷ পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ ওঠে ৷ কড়া পদক্ষেপ করে রাজ্য সরকার ৷ সিআইডির (CID) হাতে তদন্তভার তুলে দেওয়া হয় ৷ সাসপেন্ড করা হয় বাগুইআটি থানার আইসি ও তদন্তকারী অফিসারকে ৷ ইতিমধ্যেই মূল অভিযুক্ত সত্য়েন্দ্র চৌধুরী-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ৷

এমন একটি ঘটনা নিয়ে কেন এই বিতর্কিত মন্তব্য করলেন সৌগত রায় ? আপাতত এই প্রশ্ন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ যদিও সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যা বলার বলে দিয়েছি আর কিছু বলব না ।"

আরও পড়ুন : আধঘণ্টার জন্য ফোন অন করাতেই সত্যেন্দ্রর হদিশ পেল পুলিশ

Last Updated :Sep 12, 2022, 8:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.