ETV Bharat / state

এলাকা দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, চলল বোমাবাজি

author img

By

Published : Aug 14, 2020, 10:14 PM IST

Hasnabad
ঘটনাস্থানের ছবি

অভিযোগ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের অনুগামীরা হামলার ঘটনায় জড়িত ।

হাসনাবাদ, 14 অগাস্ট : এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । চলল বোমাবাজি । ভাঙচুর চালানো হয় দোকানে । গতরাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের ভেবিয়া বাজারে । দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে চার জন গুরুতর জখম হয়েছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

ভেবিয়া বাজারে তৃণমূল নেতা সৌরেন্দ্রনাথ পালের একটি মিষ্টির দোকান রয়েছে । গতরাতে আচমকা একদল দুষ্কৃতী সেই দোকানের মধ্যে ঢুকে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ । শো-কেস, চেয়ার, CCTV ক্যামেরা, মাদার বোর্ড সব ভেঙে গুঁড়িয়ে দেয় । দোকানের কর্মীদেরও মারধর করা হয় । পরে খবর পেয়ে সৌরেন্দ্রবাবুর অনুগামীরা সেখানে জড়ো হন । তাঁরাও পালটা প্রতিরোধ করেন । দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । কিছুক্ষণ পরে বোমাবাজিও হয় । অভিযোগ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের অনুগামীরা হামলার ঘটনায় জড়িত ।

এলাকা দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এবিষয়ে সৌরেন্দ্রবাবু বলেন, "আমি দোকানে ছিলাম না । আমাকে খুন করতেই এসেছিল ওরা । আমাকে না পেয়ে বাবু মাস্টারের অনুগামী একদল দুষ্কৃতী দোকানে ঢুকে বেপরোয়া ভাঙচুর করেছে । CCTV ক্যামেরাও ভেঙে দেয় । আমাদের মারধর করেছে ।" যদিও তাঁর বিরুদ্ধ শিবিরের নেতা উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি বলেন, "সৌরেনবাবুকে গত পঞ্চায়েত নির্বাচনে দলের কাজে দেখা যায়নি । এখন নতুন করে তৃণমূল করছেন । ভেবিয়া বাজারে তোলাবাজি করছেন । ওখানকার সাধারণ মানুষ তা রুখে দিয়েছেন । এটা তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয় ।"

দু'পক্ষই হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.