ETV Bharat / state

Egra blast incident: খাগড়াগড়ের মতো জঙ্গিযোগ থাকতে পারে এগরাতেও, আশঙ্কা প্রকাশ সুকান্তর

author img

By

Published : May 17, 2023, 9:11 PM IST

Etv Bharat
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মতো এগরা বিস্ফোরণেও উগ্রপন্থীদের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেকারণেই গোটা ঘটনার এনআইএ তদন্ত হওয়া উচিত বলেও জানান বিজেপি সাংসদ।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

বারাসত, 17 মে: খাগড়াগড় বিস্ফোরণের প্রসঙ্গ তুলে এগরা কাণ্ডের সঙ্গে যোগসূত্র বের করতে চাইলেন বিজেপি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ খাগড়াগড়ের মতো এগরার বিস্ফোরণেও উগ্রপন্থীদের হাত থাকতে পারে বলেও অভিযোগ করেছেন সুকান্ত। আর সেকারেণেই এনআইএ তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন বিজেপির রাজ‍্য সভাপতি ৷

বুধবার নদিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে উত্তর 24 পরগনার বারাসতে দলের তরফে সংবর্ধনা দেওয়া হয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এগরা বিস্ফোরণ কাণ্ড নিয়ে সরব হন বিজেপির রাজ‍্য সভাপতি। সরাসরি এদিন খাগড়াগড় কাণ্ডের কথা তুলে রাজ্য সরকার এবং রাজ্যের শাসকদলকে পালটা বিঁধেছেন সুকান্ত ৷ এদিন সুকান্ত মজুমদার বলেন, "এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। না-হলে, এতবড় বিস্ফোরণ হতে পারে না। তাই সঠিক তদন্তের জন্য এনআইএ তদন্ত হওয়া উচিত। আমি নিজেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এনআইএ তদন্তের দাবি জানিয়েছি ৷ এনআইএ তদন্ত হবেই। আমার বিশ্বাস রাজ‍্য সরকার এনআইএ তদন্তে বাঁধা দেবে না।"

প্রসঙ্গত, এগরা বিস্ফোরণের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে সম্প্রতি এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার আবার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁর কথায়, "খাগড়াগড় বিস্ফোরণের সময়ও বলা হয়েছিল সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পরবর্তীতে এনআইএ তদন্ত করতে গিয়ে জানতে পারে, এর পিছনে জেএমবি-র যোগ রয়েছে।" খাগড়াগড়ের মতো এক্ষেত্রেও তেমনই জঙ্গি সংগঠনের হাত থাকার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সুকান্ত। তাঁর দাবি, গোটা ঘটনার তদন্ত হওয়া উচিত। পাশাপাশি সুকান্তর অভিযোগ, গ্রামবাসীরাই জানিয়েছেন, যেভাবে বিস্ফোরণ ঘটেছে তা কোনও বাজি কারখানায় হতে পারে না। এগরার বিস্ফোরণে এখনও পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর মিললেও ঘটনায় অন্তত 15 থেকে 20 জনের মৃত্যু হয়েছে বলেও দাবি সুকান্ত মজুমদারের।

এদিন সুকান্ত বলেন, "অনেক মৃতদেহ ইট বেঁধে পুকুরে ফেলে পাচারের চেষ্টাও করা হয়েছে ৷ মূল অভিযুক্ত ভানু বাগের নেতৃত্বেই তা হয়েছে।" একই সঙ্গে, খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে আগামিকাল তিনি নিজেই ঘটনাস্থলে যাবেন বলেও জানান সুকান্ত মজুমদার। এদিকে, 24 ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও এগরা বিস্ফোরণ কাণ্ডের মুল অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগ এখনও অধরা। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপরই কয়েকজনের মদতে পড়শি রাজ‍্য ওড়িশায় পালিয়ে গিয়েছে সে। সেই প্রসঙ্গে বিজেপির রাজ‍্য সভাপতি বলেন,"পুলিশের তো এই ঘটনাতে মদত রয়েছেই। সেই সঙ্গে হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের উপর মহলেরও। এই ভানু বাগের পিছনে তৃণমূলের আশীর্বাদ রয়েছে ৷" এগরায় বিস্ফোরণ স্থলে এদিন যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল ৷ সেখানে তাদের উদ্দেশ্যে 'চোর'-স্লোগান দেয় গ্রামবাসীরা ৷ এই প্রসঙ্গে সুকান্ত বলেন, "চোর কে চোর বলবে না তো কী বলবে ? জুতো ছুঁড়ে কিংবা গাছে বেঁধে রাখেনি ভাগ্য ভালো ৷"

আরও পড়ুন: এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল; ছোট রাজনীতির সময় নয়, বললেন দোলা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.