ETV Bharat / state

Sujan Slams Bratya: অপদার্থ শিক্ষামন্ত্রী, নিয়োগ দুর্নীতিতে ব্রাত্যকে কড়া আক্রমণ সুজনের

author img

By

Published : Feb 11, 2023, 8:19 PM IST

অপদার্থ শিক্ষামন্ত্রী বলে নিয়োগ দুর্নীতিতে ব্রাত্য বসুকে আক্রমণ সাধালেন সুজন চক্রবর্তী (Sujan Slams Bratya) । মনে করিয়ে দিলেন এ বিষয়ে তাঁর পুরনো কথা ৷

Sujan Chakraborty
সুজন চক্রবর্তী

নিয়োগ দুর্নীতিতে ব্রাত্যকে কড়া আক্রমণ সুজনের

বারাসত, 11 ফেব্রুয়ারি: 'তৃণমূল না করলে চাকরি মিলবে না ! কে বলেছিল? ব্রাত্য বসু ! অপদার্থ শিক্ষামন্ত্রী । এরপরও সরকারের কোনও দায় নেই ! অস্বীকার করার মানে প্রতারকদের পাশে আছেন তিনি ।' এমনই অভিযোগে নিয়োগ দুর্নীতি ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেনজির আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) । শুক্রবার এক সাংবাদিক সম্মেলন ব্রাত্য বসু জানান, টাকা দিয়ে অনেকে চাকরি পেলেও তার দায় পর্ষদের নয় ! এর দায় কেবলমাত্র প্রতারিতদের । অর্থাৎ এই কথা বলার মধ্য দিয়ে কার্যত নিয়োগ দুর্নীতির দায় পর্ষদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চেয়েছেন শিক্ষামন্ত্রী । তারই প্রেক্ষিতে শনিবার মুখ খোলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ।

বারাসতে জেলা পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত এই ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) একহাত নেন তিনি । সুজনের কথায়, "গতকাল শিক্ষামন্ত্রী যে দাবি করেছেন তার কোনও ভিত্তি নেই । যে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সে যেমন অন‍্যায় করেছে । ঠিক তেমনই যে টাকা নিয়ে বেআইনি পথে চাকরি দিয়েছে সেও সমানভাবে অন‍্যায় করেছে । এ নিয়ে কোনও সন্দেহ নেই । টাকা যে দিল, যে যদি দোষী হয় । তাহলে তো যে টাকা নিল সে তাঁর থেকে কয়েকশো গুণ বেশি দোষী । টাকা নেওয়ার সিস্টেম আছে বলেই তো টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে । আগে তো এটা ছিল না । পশ্চিমবঙ্গে আগে কখনও দেখা যায়নি,যে যারা টাকা নিচ্ছে তাদের সঙ্গে এক ফ্রেমে ছবি মুখ্যমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠদের ৷"

তিনি আরও বলেন, "নিয়োগ দুর্নীতিতে (Recruitment scam issue) যাদের নাম সামনে এসেছে কিংবা যারা টাকা নিয়েছে তাঁদের একটা বিষয় একইরকম রয়েছে । সেটা হল ভাইপো'র(অভিষেক বন্দোপাধ্যায়) সঙ্গে প্রতারকদের ছবি ! অথবা তাঁরা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ । এ নিয়ে কোনও সন্দেহ আছে? তারপরও শিক্ষামন্ত্রী বলছেন এর কোনও দায় সরকারের নেই ! তাহলে আর কখন থাকবে?"

এরপরই শিক্ষামন্ত্রীর পুরনো একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে রীতিমতো তাঁর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ জোরালো করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "ব্রাত্য বসুকে আমি স্মরণ করিয়ে দিতে চাই তাঁর ভিডিয়োর কথা । প্রকাশ্যে তিনি বলেছিলেন ওর কথা না-শুনলে চাকরি পাওয়া যাবে না । তৃণমূল না-করলে চাকরি দেওয়া হবে কেন ! কে বলেছিল ? ব্রাত্য বসু । অপদার্থ শিক্ষামন্ত্রী । নিয়োগ দুর্নীতির অপরাধের দায় পার্থ চট্টোপাধ্যায়ের যেমন । তেমনই ব্রাত্য বসুর । পিসি-ভাইপোও কী দায় অস্বীকার করতে পারবেন ! এরপরও আপত্তি জানানো মানে অপরাধকে প্রশয় দেওয়া ৷"

এদিকে জমি জটিলতার মধ্যেই শুক্রবার বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরে জমি মিউটেশনের আবেদন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । যার শুনানি হওয়ার কথা রয়েছে আগামী 20 ফেব্রুয়ারি । সেই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক সারিতে রেখে তুলোধনা করেন দু'জনকেই । তিনি বলেন, "জমি নিয়ে অমর্ত্য সেনকে যেভাবে অমর্যাদা করা হচ্ছে, তার পিছনে পূর্ব পরিকল্পনা রয়েছে বিশ্বভারতীর উপাচার্যের ।

তিনি আরও বলেন, "যেহেতু মোদি পছন্দ করেন না অমর্ত্য সেনকে, তাই তাঁকে বিব্রত এবং অসম্মান করতে চাইছেন । এটা সকলেই বুঝতে পারছে । অমর্ত্য সেনের জমি তাঁর রেকর্ডেই রয়েছে । তাই প্রধানমন্ত্রী বীরভূম সফরে এলে প্রথমেই তাঁর অন‍্যায় স্বীকার করা উচিত । আমি বিশ্বভারতীর আচার্য, উপাচার্য অমর্ত্য সেনের সঙ্গে যে ব্যবহার করছেন তার জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার মাথা হেট হয়ে যাচ্ছে, সেই বার্তাই নরেন্দ্র মোদির দেওয়া উচিত অমর্ত্য সেনের কাছে গিয়ে ৷ " অন‍্যদিকে, এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।

আরও পড়ুন: 'আদালতের নির্দেশে পদক্ষেপ করা হয়েছে', চাকরি বাতিল প্রসঙ্গে বক্তব্য ব্রাত্যর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.