ETV Bharat / state

All India Matua Mahasanga : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

author img

By

Published : Aug 12, 2021, 4:28 PM IST

বাংলাদেশে ক্রমশ কমছে সংখ্যালঘুদের সংখ্যা ৷ কারণ সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার ৷ বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদ জানালেন সুব্রত ঠাকুর ৷ বৃহস্পতিবার এনিয়ে সাংবাদিক সম্মেলন করলেন গাইঘাটার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ৷

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

বনগাঁ, 12 অগস্ট : বাংলাদেশে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু মানুষ, যা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ (All India Matua Mahasanga) । প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন ঠাকুরবাড়ির ছোট ছেলে তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । বৃহস্পতিবার এনিয়ে সাংবাদিক সম্মেলন করলেন গাইঘাটার বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত বলেন, "7 অগস্ট বাংলাদেশের খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের মল্লিকপাড়ায় মতুয়া ধর্মের হরিচাঁদ গুরুচাঁদ মূর্তি-সহ সনাতন ধর্মাবলম্বীদের দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে ৷ অত্যাচার চলেছে সেখানকার মানুষের উপরেও । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।" তিনি জানান, এ-বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে । কিন্তু তাঁরা তাতে খুশি নন । তিনি প্রশ্ন তুলছেন, "কেন বারবার এভাবে সংখ্যালঘুরা সে দেশে অত্যাচারিত হবেন ? কেনই বা তাঁদের ধর্মাচরণে বাধা দেওয়া হবে ?"

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে চলা অত্যাচার বন্ধ না হলে প্রয়োজনে আন্দোলনে নামবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানালেন সুব্রত ঠাকুর ৷

বাংলাদেশে দিন দিন সংখ্যালঘুদের সংখ্যা কমছে । এর জন্য বাংলাদেশ সরকারকেই দায়ী করছেন সুব্রত ঠাকুর । বলেন, "সংখ্যালঘুদের এই সমস্যা নিয়ে বাংলাদেশ সরকার উদাসীন । ফলে 26 থেকে 27 শতাংশ সংখ্যালঘু এখন এসে দাঁড়িয়েছে 6 থেকে 7 শতাংশে ।"

প্রতিবেশী দেশে সংখ্যালঘু মানুষ যাতে তাঁদের ধর্ম-আচরণবিধি পালন করতে পারেন তার ব্যবস্থা এবং তাঁদের উপরে অত্যাচার বন্ধের একটি স্থায়ী সমাধান চাইছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ । এ-বিষয়ে তাঁরা বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান সুব্রত । প্রয়োজনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকেও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হবে ।

আরও পড়ুন : মতুয়াদের জন্য় একগুচ্ছ প্রতিশ্রুতি অমিতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.