Drug Smuggling: কোটি টাকার মাদক-সহ বাদুড়িয়ায় এসটিএফের হাতে গ্রেফতার দুই পাচারকারী

author img

By

Published : May 29, 2023, 11:08 PM IST

Drug smugglers arrested

অভিযান চালিয়ে বাদুড়িয়া থেকে এক কোটিরও বেশি টাকার মাদক বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ । গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকেও ।

বাদুড়িয়া, 29 মে: অভিযান চালিয়ে এক কোটিরও বেশি টাকার মাদক বাজেয়াপ্ত করল স্পেশাল টাস্ক ফোর্স । ঘটনায় দুই যুবককে ধরা হয়েছে হাতেনাতে । ধৃত দুই যুবকের নাম নাসিরুদ্দিন গাজি ও অতনু সাহা। সূত্রের খবর, সোমবার ভোররাতে উত্তর 24 পরগনার একটি নিম্ন বুনিয়াদি স্কুলের সামনে থেকে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ । বিপুল টাকার নিষিদ্ধ মাদক উদ্ধারের পাশাপাশি ধৃতদের কাছ থেকে মিলেছে নগদ 30 হাজার টাকা এবং একটি বাইকও । বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোনও । প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, এই নিষিদ্ধ মাদক পাচারের উদ্দেশ্যেই ওই দুই যুবক জড়ো হয়েছিল সেখানে । কিন্তু তার আগেই সেই পরিকল্পনা ভেস্তে যায় এসটিএফের অভিযানে । ঠিক কোথায় পাচারের ছক ছিল ধৃতদের তা জেরা করে জানার চেষ্টা করছে তদন্তকারীরা ।

আরও পড়ুন: কাঁধের ব্যাগে 70 লক্ষের হেরোয়িন ! হাজতে তরুণী

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে তিন কেজি মাদক উদ্ধার করে বেঙ্গল এসটিএফ । সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল পাঁচজনকে । দুটি গাড়ির ভিতর থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছিলেন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা । মেদিনীপুর থেকে সেই মাদক গাড়িতে করে আনা হচ্ছিল বলে জানানো হয়েছিল এসটিএফের তরফে । তার ক'দিন আগেই কলকাতা থেকে মাদক সমেত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । সেই সময় তাঁদের কাছ থেকেও এক কেজি হেরোইন এবং নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল ।

এর আগে সল্টলেকের সুকান্ত নগর থেকে মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ । তাঁদের বিরুদ্ধে শহরের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহের অভিযোগ ছিল । এসবের মধ্যেই এবার সীমান্ত ঘেঁষা বাদুড়িয়া অঞ্চল থেকে এক কিলোগ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের এসটিএফ । এসটিএফের তরফে জানানো হয়েছে, তাঁরা এ দিন খবর পান বাদুড়িয়ার আঁধার মানিক নিম্ন বুনিয়াদি স্কুলের সামনে জড়ো হয়েছেন দুই অচেনা যুবক । তাঁদের হাতে একটা প্লাস্টিকের একটি ব‍্যাগও রয়েছে । গোপন সূত্রে সেই খবর পৌঁছতেই এসটিএফের একটি টিম হানা দেয় সেখানে । আর তাতেই মেলে এই সাফল্য ।

Drug smugglers arrested
দুই মাদক পাচারকারী গ্রেফতার

আরও পড়ুন: পুলিশি অভিযানে 80 লাখ টাকার 615 কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার 4

এসটিএফ সূত্রে খবর, ধৃত নাসিরুদ্দিনের বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটে । অতনুর বাড়ি এই জেলার বনগাঁতে । ধৃতদের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় এনডিপিএস আইনে মামলা দায়ের হয়েছে । এদিকে, এর পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.