ETV Bharat / state

উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের উপর গুলি চলেছে, এখন লাশ গোনা চলছে : দিলীপ ঘোষ

author img

By

Published : Dec 29, 2019, 11:37 PM IST

Updated : Dec 30, 2019, 12:59 AM IST

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের প্রায় সব রাজ্যেই । বিক্ষোভের জেরে গুলিতে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ ও কর্নাটকে । এজন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ । ওই রাজ্যগুলির BJP নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশ এমন দাবি করলেও পশ্চিমবঙ্গে উলটো সুর গাইছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

চাঁদপাড়া, 29 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 - এর প্রতিবাদে বিক্ষোভের নামে তাণ্ডব চললেও রাজ্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । কিন্তু উত্তরপ্রদেশ সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে । এখন সেখানে লাশ গোনা চলছে । আজ এক সভায় একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় BJP-র 'অভিনন্দন যাত্রা'-য় নেতৃত্ব দেন দিলীপ ঘোষ । সেখানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, "এই যে অনুপ্রবেশকারীদের মধ্যে 50 লাখ ভোট দিদির দিকে গেছে, কোনওভাবে যদি এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে এই 50 লাখ ভোট তো দিদির খাতা থেকে বেরিয়ে আমাদের দিকে চলে আসবে । তাহলে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে । 2021-এর নির্বাচনে BJP 260 আর দিদি 50 টা আসনও পাবে না । দিদির সব আসন টলমল করছে । ভাইয়ের কী হবে, ভাইপোর কী হবে ? পাড়া-প্রতিবেশীর কী হবে ? এই নিয়ে দিদি এখন চিন্তায় রয়েছেন । আর দিদি যে এই অনুপ্রবেশকারীদের জন্য এত মিছিলে হাঁটলেন, এটা কার জন্য? আমার বা আপনার জন্য তো নয় । এটা করলেন উনি অনুপ্রবেশকারীদের জন্য । তো তাদের জন্যই যদি ওনার এত চিন্তা তাহলে এখানে কী করছেন । ওপারে গিয়ে চিন্তা করুন । এপারে কেন আসলেন?"

দেখুন কী বললেন দিলীপ

নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের প্রায় সব রাজ্যেই । বিক্ষোভের জেরে গুলিতে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ ও কর্নাটকে । এজন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ । ওই রাজ্যগুলির BJP নেতৃত্বাধীন প্রশাসনের পুলিশ এমন দাবি করলেও পশ্চিমবঙ্গে উলটো সুর গাইছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ দিলীপবাবু বলেন, "মিরাটে বিক্ষোভকারীদের গুলি করে মেরেছে পুলিশ । এই যে রাজ্যে 600 কোটির টাকা সম্পত্তি নষ্ট হয়েছে, যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে দিদি কিছুই করেনি । বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টাই হয়নি । কোথাও গুলি চালায়নি পুলিশ, লাঠিচার্জও করেনি । মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে । ওখানে এখন লাশ গোণা হচ্ছে । আর এখানে ? তাহলে বোঝাই যাচ্ছে উনি কার সঙ্গে আছেন । তার মানে ওনার কথা হল তুমি যা ইচ্ছে কর । শুধু ভোটটা আমায় দাও ।"

Intro:দিদি আপনি ওপারে চলে যান, হুমকি দিলীপ ঘোষের।

চাঁদপাড়াঃ লড়াই সেয়ানে সেয়ানে। মমতার পালটা দিলীপ। রবিবাসরীয় বিকেলে বিজেপির রাজ্য সভাপতির হংকার তেমনই বার্তা দিল। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় দিলীপ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, 'যাঁরা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে, তাদের জন্য দিদি আপনি মিছিল করছেন। তাহলে আপনি ওপারে চলে যান। এদিন সংশোধিত নাগরিকত্ব আইন পাশে বিজেপির অভিনন্দন যাত্রা কর্মসূচি ছিল। সেখানে দিলীপ বিস্ফোরক বক্তব্য রাখেন।

এদিন চাঁদপাড়া দেবীপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি মঞ্চ করা হয়। সেখান থেকে বকচরা মাঠ পর্যন্ত মিছিল করেন দিলীপ। তারপর মঞ্চে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তিনি বলেন, 'রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে। দিদিমণির সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালায়নি। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে। ওখানে এখন লাশ গোনা হচ্ছে।' এদিন দিলীপ আরও বলেন, 'খাগড়াগড়ে কারা সন্ত্রাসবাদী কাজ করেছে, আপনারা জানেন। রানিগঞ্জে কারা সন্ত্রাস করেছে তাও আপনারা জানেন। যারা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে দিদিমণি তাদের হয়ে মিছিল করছেন। দিদিমণিকে বলছি, আপনাদের যখন সন্ত্রাসবাদীদের জন্য অত দরদ, তাহলে আপনি ওপারে চলে যান।' দিলীপ আরও বলেন, স্বাধীনতার ৭০ বছর ধরে কংগ্রেস, সিপিএম, তৃণমুল আমাদের ভোটার করে রেখেছে। কেউ নাগরিক করেনি।

এদিনের সভায় ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, অরুণ সিং, বিধায়ক দুলাল বর, বিশ্বজিৎ দাস-সহ অন্যরা।Body:দিদি আপনি ওপারে চলে যান, হুমকি দিলীপ ঘোষের।

চাঁদপাড়াঃ লড়াই সেয়ানে সেয়ানে। মমতার পালটা দিলীপ। রবিবাসরীয় বিকেলে বিজেপির রাজ্য সভাপতির হংকার তেমনই বার্তা দিল। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় দিলীপ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, 'যাঁরা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে, তাদের জন্য দিদি আপনি মিছিল করছেন। তাহলে আপনি ওপারে চলে যান। এদিন সংশোধিত নাগরিকত্ব আইন পাশে বিজেপির অভিনন্দন যাত্রা কর্মসূচি ছিল। সেখানে দিলীপ বিস্ফোরক বক্তব্য রাখেন।

এদিন চাঁদপাড়া দেবীপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি মঞ্চ করা হয়। সেখান থেকে বকচরা মাঠ পর্যন্ত মিছিল করেন দিলীপ। তারপর মঞ্চে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তিনি বলেন, 'রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে। দিদিমণির সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালায়নি। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে। ওখানে এখন লাশ গোনা হচ্ছে।' এদিন দিলীপ আরও বলেন, 'খাগড়াগড়ে কারা সন্ত্রাসবাদী কাজ করেছে, আপনারা জানেন। রানিগঞ্জে কারা সন্ত্রাস করেছে তাও আপনারা জানেন। যারা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে দিদিমণি তাদের হয়ে মিছিল করছেন। দিদিমণিকে বলছি, আপনাদের যখন সন্ত্রাসবাদীদের জন্য অত দরদ, তাহলে আপনি ওপারে চলে যান।' দিলীপ আরও বলেন, স্বাধীনতার ৭০ বছর ধরে কংগ্রেস, সিপিএম, তৃণমুল আমাদের ভোটার করে রেখেছে। কেউ নাগরিক করেনি।

এদিনের সভায় ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, অরুণ সিং, বিধায়ক দুলাল বর, বিশ্বজিৎ দাস-সহ অন্যরা।Conclusion:দিদি আপনি ওপারে চলে যান, হুমকি দিলীপ ঘোষের।

চাঁদপাড়াঃ লড়াই সেয়ানে সেয়ানে। মমতার পালটা দিলীপ। রবিবাসরীয় বিকেলে বিজেপির রাজ্য সভাপতির হংকার তেমনই বার্তা দিল। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় দিলীপ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, 'যাঁরা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে, তাদের জন্য দিদি আপনি মিছিল করছেন। তাহলে আপনি ওপারে চলে যান। এদিন সংশোধিত নাগরিকত্ব আইন পাশে বিজেপির অভিনন্দন যাত্রা কর্মসূচি ছিল। সেখানে দিলীপ বিস্ফোরক বক্তব্য রাখেন।

এদিন চাঁদপাড়া দেবীপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি মঞ্চ করা হয়। সেখান থেকে বকচরা মাঠ পর্যন্ত মিছিল করেন দিলীপ। তারপর মঞ্চে তিনি ঝাঁঝালো বক্তব্য রাখেন। তিনি বলেন, 'রাজ্যে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করছে। দিদিমণির সরকার তাদের সুরক্ষা দিচ্ছে। পুলিশ একটা লাঠিও চালায়নি। মিরাটে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, পুলিশ তাদের গুলি করে মেরেছে। ওখানে এখন লাশ গোনা হচ্ছে।' এদিন দিলীপ আরও বলেন, 'খাগড়াগড়ে কারা সন্ত্রাসবাদী কাজ করেছে, আপনারা জানেন। রানিগঞ্জে কারা সন্ত্রাস করেছে তাও আপনারা জানেন। যারা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে দিদিমণি তাদের হয়ে মিছিল করছেন। দিদিমণিকে বলছি, আপনাদের যখন সন্ত্রাসবাদীদের জন্য অত দরদ, তাহলে আপনি ওপারে চলে যান।' দিলীপ আরও বলেন, স্বাধীনতার ৭০ বছর ধরে কংগ্রেস, সিপিএম, তৃণমুল আমাদের ভোটার করে রেখেছে। কেউ নাগরিক করেনি।

এদিনের সভায় ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, অরুণ সিং, বিধায়ক দুলাল বর, বিশ্বজিৎ দাস-সহ অন্যরা।
Last Updated : Dec 30, 2019, 12:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.