ETV Bharat / state

30 টি কোরোনা পরীক্ষার কিট পেল দক্ষিণ দমদম পৌরসভা

author img

By

Published : May 13, 2020, 11:52 PM IST

আজ থেকে পৌরসভার 33 নং ওয়ার্ডের বাসিন্দাদের পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি। পাশাপাশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে থার্মাল গান দিয়ে জ্বর আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে ।

COVID 19 Testing Kit
ফাইল ছবি

দমদম, 13 মে : COVID 19 সনাক্তকরণের জন্য কিটের অভাবে কোরোনাকে রোধ করতে বেশ প্রথমে বেগ পেতে হয়েছে গোটা দেশকে । রাজ্যেও তার থেকে মুক্তি পায়নি । প্রয়োজনীয় কিটের অভাবে রাজ্যের বহু মানুষের পরীক্ষা করা যায়নি । ফলে আক্রান্তের সংখ্যা ও পরীক্ষা না করা নিয়ে রাজনৈতিক তর্ক শুরু হয়েছিল । কিন্তু বিগত কয়েক দিনে সঠিক কিট আসায় ও ল্যাবের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে । এরইমধ্যে 30 টি কোরোনা পরীক্ষার কিট আনল দক্ষিণ দমদম পৌরসভা ।

সূত্রের খবর, কোন পৌরসভা এখনও পর্যন্ত কিট আনতে পারেনি । তার আগেই একটি পৌরসভা হিসেবে কিট নিয়ে আসাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট মহল । প্রসঙ্গত, দক্ষিণ দমদমের একাধিক ওয়ার্ডে কোরোনা আক্রান্তের হদিশ মিলেছে । এরইমধ্যে পৌরসভার তিনটি হাসপাতালই জরুরি পরিষেবা দিয়ে আসছে । এমনকি পৌরসভার দক্ষিণ দমদম পৌর-হাসপাতালে রোজই প্রচুর রোগী আসছেন ডায়ালিসিস করতে । পৌরসভা সূত্রের খবর, সেই সব রোগীদের পরীক্ষা করার জন্যই এই কিট আনানো হয়।

পৌর হাসপাতালে বর্তমানে 24 জন ডায়ালিসিস রোগী রয়েছেন । তাঁদের প্রত্যেকেরই পরীক্ষা শুরু হবে কয়েকদিনের মধ্যেই । পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফে সেই পরীক্ষার ব্যবস্থা করা হবে । রোগীদের সোয়াব নিয়ে তা পরীক্ষার জন্য পাঠানো হবে সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে । পৌরসভা তরফে জানানো হয়েছে, দু’দিন আগে 30 টি কিট এসেছে।

প্রসঙ্গত, 5 মে পৌরসভার স্বাস্থ্য কর্মীদের রক্তদান শিবিরে কিট নিয়ে সাংসদ সৌগত রায়ের সঙ্গে কথা বলেন পৌর পারিষদ (স্বাস্থ্য) গোপা পাণ্ডে । এরপরই সাংসদ জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিককে কিটের বিষয় জানান । সাংসদের উদ্যোগে দু’দিন আগে পৌরসভায় কিট এসে পৌঁছায় । গোপা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, পৌরসভার তরফে ডায়ালিসিস রোগীদের জন্য কিটের আবেদন করেন সাংসদের কাছে । তারপরে সম্পূর্ণ বিনামূল্যে তারা 30 টি কিট পায় দক্ষিণ দমদম পৌরসভা ।

এছাড়া আজ থেকে পৌরসভার 33 নং ওয়ার্ডের বাসিন্দাদের পরীক্ষা শুরু হবে বলেও জানান তিনি। পাশাপাশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে থার্মাল গান দিয়ে জ্বর আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে এবং তা তিনটি বিশেষ ফর্মে নথিবদ্ধ করে সরকারি সমস্ত জায়গা পাঠানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.