ETV Bharat / state

মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে দেগঙ্গার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পার্শ্ব শিক্ষককে শো-কজ প্রশাসনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 11:02 PM IST

Etv Bharat
মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে শো-কজ করা হল প্রধান শিক্ষক ও পার্শ্ব শিক্ষককে

Mid-Day Meal: মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ছিল আগেই ৷ এবার স্কুলের শৌচাগার থেকে চাল ভর্তি ড্রাম উদ্ধার হওয়ায় প্রধান শিক্ষক ও পার্শ্বশিক্ষককে শো-কজ করল প্রশাসন ৷

দেগঙ্গা, 5 ডিসেম্বর: অভিযোগ উঠেছিল আগেই ৷ এবার সেই মিড-ডে মিলের চাল চুরির অভিযোগেই শোকজ করা হল দেগঙ্গার রাজুকবেড় প্রাথমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-সহ আরও এক পার্শ্ব শিক্ষককে । সমীর কুমার দে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং চৈতন্য পাল হলেন ওই স্কুলেরই পার্শ্ব শিক্ষক । মঙ্গলবার এই দু'জনকে শোকজ করা হয় ৷ সেই সঙ্গে এদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত রিপোর্টও জমা দেওয়া হয় জেলাশাসকের দফতরে । এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ জেলা প্রশাসন নেবে বলেই খবর ।

মিড-ডে মিলের চাল নিয়ে দীর্ঘদিন ধরেই গরমিল চলছিল দেগঙ্গার রাজুকবেড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । বিষয়টি আঁচও করতে পেরেছিলেন গ্রামবাসীরা । কিন্তু সেভাবে হাতেনাতে ধরা পড়ছিল না কিছুই । শনিবার স্কুলের শৌচাগারে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় গ্রামবাসীদের । লক্ষ্য করেন, শৌচাগারের ভিতরে থরে থরে সাজানো রয়েছে ড্রাম । আর তার ভিতরে রয়েছে মিড-ডে মিলের চাল । পর্দাফাঁস হয় স্কুল শিক্ষকদের । মিড-ডে মিলের চাল চুরি করে শৌচাগারের মধ্যে রেখে দেওয়ায় সেদিন হাতেনাতে ধরা পড়েছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার দে এবং পার্শ্ব শিক্ষক চৈতন্য পাল ।

এরপরই দুই শিক্ষককে ধরে তালাবন্দি করে রাখেন গ্রামবাসীরা । দেওয়া হয় উত্তম মধ্যমও । ঘটনার জেরে সেদিন তীব্র উত্তেজনা ছড়ায় দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুুকবেড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে । অভিযোগ, ওই স্কুলের টিচার ইনচার্জ সমীর কুমার দে দীর্ঘদিন ধরে স্কুল থেকে চাল চুরি করে আসছেন । মিড-ডে মিলের চুরির চাল শৌচাগারে লুকিয়ে রাখতেন তিনি । সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ ।

এই কাজে সমীর কুমার দে-কে সহযোগিতা করতেন পার্শ্ব শিক্ষক চৈতন্য পাল । যদিও ঘটনার সময় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন চৈতন্য পাল । উলটে তাঁর সই জাল করে দিনের পর দিন মিড-ডে মিলের চাল তুলে নিয়ে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি । যদিও সেই দাবি যুক্তিযুক্ত না হওয়ায় শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষক-সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শো-কজের পথেই হেঁটেছে দেগঙ্গা ব্লক প্রশাসন ।

আরও পড়ুন :

1 মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে, উত্তেজনা দেগঙ্গায়

2 মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে

3 শিক্ষাক্ষেত্রে কোনও দ্বন্দ্ব কাম্য নয়, বার্তা রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.