ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা এলাকায় আবারও গুলি-বোমাবাজি, ঘটনায় গুরুতর জখম 2

author img

By

Published : Jul 21, 2021, 8:15 PM IST

মদ ও জুয়ার ঠেক চালানোর প্রতিবাদ করায় ভাটপাড়া পৌরসভার 30নং ওয়ার্ডে চললো গুলি ৷ সেই সঙ্গে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

shootout-and-bombing-in-bhatpara-two-person-seriously-injured-in-north-24-pargana
ভাটপাড়া পৌরসভা এলাকায় আবারও গুলি-বোমাবাজি, ঘটনায় গুরুতর জখম 2

জগদ্দল, 21 জুলাই : আবারও ভাটপাড়ায় চললো গুলি, সঙ্গে ব্যাপক বোমাবাজি ৷ দুষ্কৃতীদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন ৷ আরও একজন ব্যক্তি ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পৌরসভার 30নং ওয়ার্ডেরর শ্যামনগরের নতুনগ্রামে ৷ ক্লাবের আড়ালে মদ ও জুয়ার আসর চালানোর প্রতিবাদ করায় গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে বলে অভিযোগ স্থানীয়দের ৷

স্থানীয়দের অভিযোগ, অনেকদিন ধরেই স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বহিরাগতদের নিয়ে শ্যামনগরের নতুনগ্রাম এলাকায় অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল ৷ ক্লাবঘরের আড়ালে মদ ও জুয়ার আসর বসানো হত ৷ মঙ্গলবার স্থানীয়রা তার প্রতিবাদ করেন ৷ যাঁদের মধ্যে স্থানীয় এক যুবক স্বরাজ রায় ছিলেন ৷ তিনি সামনে থেকে প্রতিবাদ করায়, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় ৷ আরও বেশ কয়েক জনকে মারধর করে দুষ্কৃতীরা ৷ এর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ আশেপাশের লোকজন বেরিয়ে এলে, দুষ্কৃতীরা বোমা মারতে শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : পৌরসভার কম্পাউন্ডে কর্মীকে লক্ষ্য করে গুলি, উত্তেজনা ভাটপাড়ায়

এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় স্বরাজ রায় নামে ওই যুবককে নদিয়ার কল্যানী জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসাপাতালে ভর্তি করানো হয়েছে ৷ মারধরের জেরে আরও একজন গুরুতর জখম হয়েছেন ৷ খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ সেখানে গেলে, স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ স্থানীয়দের অভিযোগ, ওই দুষ্কৃতীরা এর আগে বহুবার একই ধরনের ঘটনা ঘটিয়েছে ৷ কিন্তু, প্রশাসন এ নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি ৷ পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.