ETV Bharat / state

Shantanu on Bangaon-Bagda Railway : বনগাঁ-বাগদা রেলপথের জমি অধিগ্রহণ নিয়ে গণসাক্ষর-সহ মুখ্যমন্ত্রীকে চিঠি শান্তনুর

author img

By

Published : Jan 28, 2022, 12:57 PM IST

জমি অধিগ্রহণ না হওয়ায় থমকে রয়েছে বনগাঁ-বাগদা রেলপথ সম্প্রসারণের কাজ ৷ যে প্রকল্প শুরু জন্য জমি অধিগ্রহণ নিয়ে রাজ্যের মতামত জানতে সাধারণের গণস্বাক্ষর-সহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur will Give Letter to CM on Land Acquisition for Bangaon Bagda Railway) ৷

Shantan Thakur will Give Letter to CM on Land Acquisition for Bangaon-Bagda Railway
Shantan Thakur will Give Letter to CM on Land Acquisition for Bangaon-Bagda Railway

বনগাঁ, 28 জানুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ থেকে বাগদা পর্যন্ত নতুন রেলপথের কথা ঘোষণা করেছিলেন ৷ কিন্তু, এখন তার কাজ শুরু হয়নি ৷ রেলপথ তৈরির জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ নিয়ে কী ভাবছে ? তা জানতে চেয়ে দু’মাস আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বনগাঁ লোকসভার সংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ উত্তর না পেয়ে এবার গণসাক্ষর-সহ ফের একবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন তিনি (Shantanu Thakur will Give Letter to CM on Land Acquisition for Bangaon Bagda Railway) ৷ নিজের বাড়িতে সংবাদিক সম্মেলন করে এমন জানিয়েছেন শান্তনু ঠাকুর ৷

উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া বাগদা ব্লকের লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কপথ ৷ এলাকাবাসী দীর্ঘদিন ধরে রেল পরিষেবা চালু করার দাবি জানিয়ে আসছে ৷ 2009 সালে ইউপিএ সরকারে দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে বাগদা পর্যন্ত নতুন রেলপথের কথা ঘোষণা করেছিলেন রেল বাজেটে ৷ কিন্তু, এখনও সেই কাজ শুরু হয়নি ৷

এবার বাগদার মানুষের দাবিতে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমি অধিগ্রহণের দাবি জানিয়ে 5 হাজার মানুষের গণস্বাক্ষর-সহ চিঠি পাঠাচ্ছেন (Shantan on Bangaon Bagda Railway) ৷ এবিষয়ে সাংবাদিক সম্মেলনে করে শান্তনু ঠাকুর বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ-বাগদা রেললাইনের শিলান্যাস করেছিলেন ৷ কথা দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে কাজ শুরু করবেন ৷ এখন তাঁর তিনবারের সরকার চলছে ৷ কিন্তু, বনগাঁ-বাগদার মানুষকে যে কথা দিয়েছিলেন সে কথা রাখেননি ৷ এই এলাকার মানুষের দাবি মতো বনগাঁ-বাগদার নতুন রেললাইন নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জির সঙ্গে কথা হয়েছে ৷ রাজ্য জমি অধিগ্রহণ করে দিলে আমরা রেললাইন তৈরি করে দেব (Land Acquisition for Bangaon Bagda Railway) ৷ কিন্তু, এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দু’মাস আগে চিঠি করেছিলাম ৷ এখনও পর্যন্ত তার কোনও উত্তর আসেনি ৷ তাই আবারও বনগাঁ ও বাগদার মানুষের গণস্বাক্ষর-সহ মুখ্যমন্ত্রীকে চিঠি করছি ৷ আমরা জানতে চাইছি রাজ্য সরকার জমি অধিগ্রহণ করবেন কিনা ?’’

আরও পড়ুন : রেল বাজেট নিয়ে হতাশ যাত্রীদের একাংশ

পাশাপাশি শান্তনু ঠাকুর জানান, ঠাকুরনগরের 3নং প্ল্যাটফর্ম ও তিনটি স্টেশনই মডেল স্টেশন করা হবে ৷ তারক সরণিতে একটি সাবওয়ের জন্য রেলের তরফ থেকে প্রায় 40 কোটি টাকার বেশি বাজেট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ রাষ্ট্রমন্ত্রী ৷ বনগাঁ-রানাঘাট শাখার ডবল লাইনের জন্য 327 কোটি টাকা বাজেট হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ বনগাঁর ঢাকাপাড়ায় একটি সাবওয়ে ও স্টেশনে এস্কেলটর বসানো হবে ৷ আগামী বাজেট অধিবেশনে এই বিষয়গুলি পেশ করা হবে এবং প্রস্তাবগুলি পাশ হয়ে যাবে বলে আশাবাদী শান্তনু ঠাকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.