ETV Bharat / state

মতুয়া ধর্ম অনুষ্ঠানে সিএএ নিয়ে বক্তব্য; শান্তনু ঠাকুরকে 'বাবা' তুলে কটুক্তি, তেড়ে গেলেন মন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:52 PM IST

Shantanu Thakur said that CAA will happen: শান্তনুর এই মন্তব্য নিয়ে শুরু হয় অশান্তি। অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আশার সময় দেখা যায় কয়েকজন শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ করেন। যার মধ্যে ছিলেন মন্দির কমিটি সম্পাদক ফাল্গুন মালাকারও।

Etv Bharat
Etv Bharat

বনগাঁ, 28 ডিসেম্বর: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। পালটা সিএএ বিরোধিতার ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্যের শাসকদলও। এই আবহে মতুয়া ধর্মীয় অনুষ্ঠানে সিএএ নিয়ে বক্তব্য রাখায় নিজের কেন্দ্রে প্রতিবাদে মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বাবা-ঠাকুরদাদাকে তুলে করা হল কটুক্তিও। যা শুনে মেজাজ হারিয়ে প্রতিবাদীদের দিকে তেড়ে যেতে দেখা গেল মন্ত্রীকে। তৃণমূলের লোকরা এই আক্রমণ করেছে বলে পালটা দাবি শান্তনু ঠাকুরের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকালে উত্তর 24 পরগনার বনগাঁর টেংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে আয়োজন করেছিল স্থানীয় মতুয়া সম্প্রদায়ের লোকরা। সেখানে আমন্ত্রিত ছিলেন ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সিএএ ইস্যু তোলানে। দায়ীত্ব নিয়ে মন্ত্রী মতুয়া ভক্তদের আশ্বস্ত করেন, "2024 সালের লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই।" কে, কী বলছে তাতে মতুয়াদের কান দিতেও বারণ করেন শান্তনু ঠাকুর।

শান্তনুর এই মন্তব্য নিয়ে শুরু হয় অশান্তি। অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আশার সময় দেখা যায় কয়েকজন শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ করেন। যার মধ্যে ছিলেন মন্দির কমিটি সম্পাদক ফাল্গুন মালাকারও। যাকে কেন্দ্র করে শুরু হয় উতপ্ত বাক্য বিনিময়। শান্তনু ঠাকুরের বাবা ও ঠাকুরদাদাকে নিয়ে মন্তব্য করনের এক জন। যা শুনে মেজাজ হারান মন্ত্রী। মেজাজ হারিয়ে ফাল্গুন মালাকারের দিকে তেড়েও যান তিনি। শান্তনু ঠাকুর বলেন, "সিএএ নিয়ে বক্তব্য রেখেছে যা এখানের কিন্তু তৃণমূল লোকের ভালো লাগেছে। আমাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। বাবা-মা তুলে গালাগালি করেছে।"

এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, "শান্তনু ঠাকুর মথ্যা কথা বলছেন। এখানে মন্ত্রী অশ্লীল কথা বলেছেন সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। তৃণমূল কংগ্রেসের কোন বিষয় নয়। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোন রাজনীতি নয়।"

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডে গেমিং অ্যাপ দুর্নীতিতে রাজ্যে ইডি-অভিযান, উদ্ধার নগদ 1 কোটি 85 লক্ষ; আটক এক
  2. শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের ফতোয়া মানবে না রাজ্য, হুঁশিয়ারি ব্রাত্যর
  3. রামমন্দির উদ্বোধনের আবহে মমতার মুখে বাংলায় তীর্থস্থান উন্নয়নে 400 কোটির খতিয়ান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.